TRENDING:

Dhoni: কলকাতায় ধোনির শেষ ম্যাচ ! ইডেনে টিকিটের হাহাকার কেকেআর বনাম চেন্নাই ঘিরে

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্স হয়তো আর ফিরবেন না তিনি। মহেন্দ্র সিং ধোনি সম্ভবত কলকাতায় শেষ ম্যাচ খেলতে চলেছেন রবিবার। রবিবাসরীয় সন্ধ্যায় ইডেনে কলকাতা নাইট রাইডার্স বনাম চেন্নাই সুপার কিংসের লড়াই। শুক্রবার শহরে ফিরেছেন নীতীশ রানারা। তবে চেন্নাইয়ের বিরুদ্ধে ম্যাচ নিয়ে যত না আগ্রহ, তার চেয়ে বেশি উন্মাদনা ধোনিকে ঘিরে।
রবিবার ইডেনে কেকেআর বনাম চেন্নাই
রবিবার ইডেনে কেকেআর বনাম চেন্নাই
advertisement

ক্রিকেট জনতা মোটামুটি ধরেই নিয়েছে, এটাই হয়তো কলকাতায় মাহির শেষ ম্যাচ। কারণ, ধোনি সম্ভবত এই আইপিএলের পর দস্তানা জোড়া পাকাপাকিভাবে তুলে রাখবেন। তার উপর শেষ হচ্ছে রমজান। খুশির ঈদ কলকাতার ক্রিকেটপ্রেমীদের আরও বেশি ইডেনমুখী করে তুলেছে। স্কুলে আগাম ছুটিও পড়েছে গ্রীষ্মের কারণে।

ফলে ধোনির ম্যাচ ঘিরে টিকিটের হাহাকার শহর জুড়ে। হাসি ফুটেছে কালোবাজারিদের। সর্বনিম্ন ৭৫০ টাকার টিকিট বিকোচ্ছে ৩ হাজার, ৪ হাজার টাকায়। তাতেও পাওয়া যাচ্ছে না।

আরও দেখুন

আরও দেখুন

advertisement

যা দেখে অনেকে বলছেন, ভারত-পাকিস্তান কিংবা ইডেনে সৌরভ বনাম নাইটদের ম্যাচের থেকে টিকিটের চাহিদা এবার কোনও অংশে কম নয়। মাথায় হাত সিএবি কর্তাদের। কারণ, চাহিদার তুলনায় টিকিট অপ্রতুল।

ইডেনের যা দর্শকাসন, তার ১৫ শতাংশ কেকেআরের থেকে টিকিট পায় বঙ্গীয় ক্রিকেটের নিয়ামক সংস্থা। এর মধ্যে থেকেই অনুমোদিত ক্লাব, বিশ্ববিদ্যালয়, অ্যাপেক্স কমিটির সদস্য, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরে টিকিট দিতে হচ্ছে সিএবিকে। ফলে অনেকেরই চাহিদা মেটানো যাচ্ছে না। ফলে অসন্তোষ বাড়ছে। বাড়ছে ক্ষোভও।

advertisement

সিএবি’র বেশ কিছু সদস্যের অভিযোগ, টিকিট বণ্টনের ক্ষেত্রে সঠিক নিয়ম মানা হচ্ছে না বলেই সমস্যা। তবে তা মানতে রাজি নন সভাপতি স্নেহাশিস গাঙ্গুলি। তিনি বললেন, ‘আন্তর্জাতিক ম্যাচে আমরা টিকিট বণ্টন করি। তাই সমস্যা হয় না। আইপিএলে টিকিট বণ্টনের দায়িত্ব কেকেআরের। মাত্র ১৫ শতাংশ টিকিট পায় সিএবি।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

তার মধ্যে থেকে সবার চাহিদা পূরণ করা সম্ভব নয়। তবুও আমরা সাধ্যমতো চেষ্টা করেছি। এখন দেখার কলকাতার ক্রিকেট ধোনি দর্শনে কতটা সফল হন। তবে ছুটির দিন রবিবার ইডেনে কেকেআর বনাম চেন্নাই ম্যাচ ঘিরে যথেষ্ট ভিড় হবে সেটা আন্দাজ করাই যায়।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Dhoni: কলকাতায় ধোনির শেষ ম্যাচ ! ইডেনে টিকিটের হাহাকার কেকেআর বনাম চেন্নাই ঘিরে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল