TRENDING:

Chacha Bashir Chicago : হাসপাতালে ভর্তি ধোনির অন্ধ ভক্ত চাচা বশির! সুস্থ বোধ করছেন মাহিকে খেলতে দেখে

Last Updated:

Dhoni Pakistani fan Mohammad Bashir Chacha Chicago admitted to hospital. হাসপাতালে ভর্তি ধোনির অন্ধ ভক্ত চাচা বশির! সুস্থ বোধ করছেন মাহিকে খেলতে দেখে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হাসপাতালে ভর্তি ধোনির অন্ধ ভক্ত চাচা বশির
হাসপাতালে ভর্তি ধোনির অন্ধ ভক্ত চাচা বশির
advertisement

আরও পড়ুন - KKR vs DC preview : দিল্লির বিরুদ্ধে আজ প্রতিশোধের লড়াই নাইটদের ! প্রতিজ্ঞাবদ্ধ রাসেলরা

ছবিটি শেয়ার করেছেন বাংলাদেশের ক্রিকেট সমর্থক শোয়েব আলি। তো সেই ছবিতে দেখা যাচ্ছে, হাসপাতালে শুয়ে রয়েছেন 'চাচা শিকাগো'। সঙ্গে ক্যাপশনে লেখা রয়েছে, পাকিস্তান ক্রিকেট ফ্যান মহম্মদ বশির চাচা। আজ তাঁর কথা না বললেই নয়। করোনার সময় বাংলাদেশের আমফানের তাণ্ডবের পর শোয়েব আলির মাধ্যমেই তিনি বাংলাদেশের হাজার হাজার অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছিলেন।

advertisement

আরও পড়ুন - MS Dhoni, income tax : আবার ঝাড়খণ্ডের সর্বোচ্চ করদাতা ধোনি, পরিমাণ শুনলে মাথা ঘুরে যাবে !

তবে আপাতত তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। সবশেষে শোয়েব আলি ঈশ্বরের কাছে 'চাচা শিকাগো'র দ্রুত আরোগ্য কামনা করে প্রার্থণা করেছেন। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ২০২০ সালে মহেন্দ্র সিং ধোনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করার পর করাচি শহরে জন্মগ্রহণকারী মহম্মদ বশির বোজাই আর কোনও ICC ইভেন্টে ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে তিনি মাঠে আসবেন না।

advertisement

সালটা ছিল ২০১১। ICC বিশ্বকাপ সেমিফাইনাল ম্যাচে মুখোমুখি ভারত-পাকিস্তান। ম্যাচটা মোহালিতে আয়োজন করা হয়েছিল। সেই সময় চারদিকে চলছিল টিকিটের হাহাকার। ম্যাচের একটা টিকিট পাওয়ার জন্য লোকজন নিজের ঘরবাড়ি পর্যন্ত বিক্রি করে দিতে প্রস্তুত ছিলেন। তো, এমনই এক কঠিন পরিস্থিতিতে বশির সাহেবকে সাহায্য করেছিলেন ভারতীয় ক্রিকেট দলের তৎকালীন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

advertisement

মাহিই তাঁর হাতে এই ম্যাচের টিকিট তুলে দেন। এরপর ২০১৪ সালে ঢাকায় আয়োজিত ICC টি-২০ বিশ্বকাপেও এই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে। ধোনি তাঁর ম্যানেজারের হাত দিয়ে 'চাচা শিকাগো'কে ম্যাচের টিকিট তুলে দিয়েছিলেন। জন্মসূত্রে বশির পাকিস্তানি হলেও মহেন্দ্র সিং ধোনিকে তিনি অন্ধের মতো ভালোবাসেন।

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

ভারতীয় ক্রিকেট দলের সুপার ফ্যান (বিশেষ করে সচিন তেন্ডুলকরের) সুধীর গৌতমের নাম উঠলেই পাকিস্তানের 'চাচা শিকাগো' এবং বাংলাদেশের শোয়েব আলির নাম উঠে আসে। তবে ধোনিকে সমর্থন করার জন্য দেশের ক্রিকেট সমর্থকদের কাছে বেশ কয়েকবার 'গদ্দার' তকমাও তাঁকে শুনতে হয়েছে। কিন্তু, এত কিছুর পরেও নিজের সিদ্ধান্তে অটল থেকেছেন চাচা শিকাগো এবং মহেন্দ্র সিং ধোনির একনিষ্ঠ সমর্থক হিসেবেই দিন কাটাচ্ছেন।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Chacha Bashir Chicago : হাসপাতালে ভর্তি ধোনির অন্ধ ভক্ত চাচা বশির! সুস্থ বোধ করছেন মাহিকে খেলতে দেখে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল