KKR vs DC preview : দিল্লির বিরুদ্ধে আজ প্রতিশোধের লড়াই নাইটদের ! প্রতিজ্ঞাবদ্ধ রাসেলরা

Last Updated:

Revenge match for Kolkata knight riders as they face Rishabh Pant Delhi capitals. দিল্লিকে হারিয়ে প্লে অফের লড়াইয়ে ফিরতে চায় কেকেআর

দিল্লিকে হারিয়ে প্লে অফের লড়াইয়ে ফিরতে চায় কেকেআর
দিল্লিকে হারিয়ে প্লে অফের লড়াইয়ে ফিরতে চায় কেকেআর
#মুম্বই: সাত বনাম আট! আপাতদৃষ্টিতে বৃহস্পতিবার ওয়াংখেড়েতে লড়াই পয়েন্ট তালিকার নীচের দিকের দুই দলের মধ্যে। সাত ম্যাচে দিল্লি ক্যাপিটালসের সংগ্রহ ছয় পয়েন্ট। তারা রয়েছে সপ্তম স্থানে। একধাপ নীচে কলকাতা নাইট রাইডার্স। আট ম্যাচে তাদেরও জয়ের সংখ্যা তিন। তবে নেট রান-রেট কম থাকায় তাদের অবস্থান অষ্টম স্থানে। এই ম্যাচ দুই দলের কাছে খুবই গুরুত্বপূর্ণ। পরাজয় মানেই প্লে-অফের দৌড়ে আরও পিছিয়ে পড়া।
শ্রেয়স আয়ারের দল হেরেছে টানা চার ম্যাচ। অথচ, প্রথম চারের মধ্যে তিনটি জিতেছিল তারা। কিন্তু তারপর ভুলভুলাইয়া পথ হারানোর মতোই দেখাচ্ছে নাইটদের। ওপেনিংয়ে রয়েছে সমস্যা। অ্যারন ফিনচের প্রত্যাবর্তন তা কতটা ঢাকতে পারে, সেটাই দেখার। আগোছালো দেখাচ্ছে মিডল অর্ডারও। নীতীশ রানা, বেঙ্কটেশ আয়ার ভরসা জোগাতে ব্যর্থ।
advertisement
advertisement
ডোবাচ্ছে আন্দ্রে রাসেলের প্রতি অতিরিক্ত নির্ভরতাও। প্রতি ম্যাচে ক্যারিবিয়ান তারকা কি আর ব্যাটে ঝড় তুলতে পারেন! গুজরাত টাইটান্সের বিরুদ্ধে শেষ ম্যাচে বাউন্সারের বিরুদ্ধে দুর্বলতা দেখা গিয়েছে নাইট ব্যাটসম্যানদের। সেই ফর্মুলা ওয়াংখেড়েতে বৃহস্পতিবার প্রয়োগ করতে পারেন দিল্লি পেসাররা।
advertisement
মুস্তাফিজুর রহমান, শার্দূল ঠাকুর, খলিল আহমেদরা তো আছেনই। খেলানো হতে পারে অ্যানরিখ নর্তজেও। স্পিন আক্রমণও তীক্ষ্ণ ক্যাপিটালসের। অক্ষর প্যাটেল ছাড়াও আছেন কুলদীপ যাদব। শেষ সাক্ষাতে কলকাতার ইনিংসে ধ্বস নামিয়েছিলেন এই বাঁহাতি স্পিনার।
প্রাক্তন নাইটের কলকাতার প্রতি রাগের কারণও রয়েছে। সেই জ্বালা আগের দেখাতেই মিটিয়েছেন তিনি। এই ম্যাচ নিছক দিল্লি বনাম কলকাতা নয়। নেতা হিসেবেও টেক্কা দিতে চাইবেন একে অন্যকে। শ্রেয়সের অবশ্য নিজেকে চেনানোর অন্য তাগিদও রয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
KKR vs DC preview : দিল্লির বিরুদ্ধে আজ প্রতিশোধের লড়াই নাইটদের ! প্রতিজ্ঞাবদ্ধ রাসেলরা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement