সচিন থেকে সৌরভ অতীতে বহু তারকা ক্রিকেটার ভুল সিদ্ধান্তের শিকার হয়েছেন। তাদেরও রাগ হয়েছে। কিন্তু অসভ্যতামি করেননি। মেয়েদের ক্রিকেটে বাংলাদেশ গিয়ে যেটা করেছেন ভারতের অধিনায়ক হরমনপ্রীত কউর তার ব্যাখ্যা খুঁজে পাচ্ছেন না মদন লাল এবং অঞ্জুম চোপড়া। পুরস্কার বিতরণের মঞ্চেও অক্রিকেটীয় আচরণ করেছেন হরমন।
শনিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সিরিজ–নির্ধারণী ম্যাচটি শেষ হয় টাইয়ে। তবে ক্রিকেটীয় রোমাঞ্চের দিনটিকে অখেলোয়াড়সুলভ আচরণ দিয়ে অস্বস্তিকর করে তোলেন হরমন। আম্পায়ার তনভীর আহমেদ তাঁকে আউটের সংকেত দিলে ক্ষুব্ধ হয়ে ব্যাট দিয়ে স্টাম্প ভাঙেন। ফিরে যাওয়ার সময় চোখ রাঙানি দেন আম্পায়ারের দিকে।
পরে পুরস্কার বিতরণীতে সরাসরিই আম্পায়ারিং নিয়ে প্রশ্ন তোলেন। কেন, আম্পায়ার তোমাদের ম্যাচ টাই করিয়েছে। আম্পায়ারকেও ডাক। একসঙ্গে ছবি তুলি। হরমনপ্রীতের আচরণ নিয়ে বাংলাদেশ অধিনায়কের সংবাদ সম্মেলনে জিজ্ঞেস করা হলে নিগার বলেন, ও যেটা করেছে, সেটা ওরই। সেটা আমাদের কোনো কিছু নয়। মদন লাল মনে করেন ভারতের মহিলা অধিনায়ককে বড় টাকা জরিমানা করা উচিত বোর্ডের। সাসপেন্ড করা হলেও কিছু বলার থাকবে না।