TRENDING:

WTC Final: পিচ নয়, ঠিক যেন সবুজ বাগান! ওভালের ২২ গজ ভয় দেখাচ্ছে ব্যাটসম্যানদের

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
লন্ডন: রাত পোহালেই টেস্টের বিশ্বকাপ। টেস্ট ক্রিকেটের সবচেয়ে বড় পরীক্ষা ভারত এবং অস্ট্রেলিয়ার সামনে। কে জিতবে কে হারবে উত্তর দেবে সময়। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে এই ম্যাচের সবচেয়ে আলোচনার কেন্দ্রে রয়েছে পিচ। ওভালের পিচের যে ছবি সামনে আসছে তা ব্যাটসম্যানদের ভয় দেখাবে। আসলে, ডিম্বাকৃতির পিচে পরিষ্কার সবুজ ঘাস দেখা যাচ্ছে।
সবুজ পিচ ঘুম উড়িয়ে দিয়েছে ব্যাটসম্যানদের
সবুজ পিচ ঘুম উড়িয়ে দিয়েছে ব্যাটসম্যানদের
advertisement

এই পিচ দেখে মনে করা হচ্ছে ব্যাটসম্যানদের জন্য পরিস্থিতি সহজ হবে না, অন্যদিকে বোলাররা পিচ থেকে সাহায্য পাবেন। ওভাল পিচের ছবি সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে। এছাড়া সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা প্রতিনিয়ত কমেন্ট করে তাদের মতামত দিচ্ছেন। সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা পিচ দেখে বলছেন সবুজ বাগান।

তবে এটা স্পষ্ট যে ওভাল মাঠ থেকে যে ছবি আসছে তা দুই দলেরই ব্যাটসম্যানদের জন্য শুভ লক্ষণ নয়। ওভাল পিচ ছাড়াও মাটিতে বড় বড় ঘাস দেখা যাচ্ছে। তবে ম্যাচের আগে ঘাস কাটা হয় কি না, সেটাই দেখার বিষয় হবে। কিন্তু এই মুহূর্তে ওভালের পিচের ছবি প্রতিনিয়ত শিরোনাম চলে আসছে।রোহিত শর্মা বলেছেন, ইংল্যান্ডে ব্যাটিং সহজ ছিল না।

advertisement

advertisement

তিনি বলেন, একজন ব্যাটসম্যান হিসেবে আমি বলতে পারি আপনি কখনই এই মাঠে রিল্যাক্স মুডে যেতে পারবেন না। নিরপেক্ষ ভেন্যুতে টেস্ট খেলতে দেখা যাবে ভারত ও অস্ট্রেলিয়াকে। কিন্তু এখন এখানে পিচ কী হবে, এই প্রশ্নই বড় হয়ে উঠেছে। প্রতিযোগিতাও বড় হওয়ায় শুধু ভারত ও অস্ট্রেলিয়া নয়, গোটা বিশ্বের চোখ ওভালের পিচের দিকে রয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
একই দিনে হাওড়ায় দু'টি বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভয়াবহ রূপ নিল লেলিহান শিখা, অল্পের জন্য রক্ষা
আরও দেখুন

অবশ্য অস্ট্রেলিয়া যদি ভেবে থাকে শুধুমাত্র গতি দিয়ে ভারতকে হারিয়ে দেবে তাহলে তারা ভুল করবে। কারণ ভারতের হাতেও সিরাজ, শামি, উমেশ রয়েছেন। তবে এই টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপ ফাইনাল যে ফাস্ট বোলাররা বিরাট ভূমিকা রাখবেন সেটা বোঝা যাচ্ছে এখন থেকেই। তবে ম্যাচ শুরু হওয়ার আগে এই ঘাস কাটা হবে কিনা পাকা খবর নেই। তবে এরকম ঘাস সাধারণত থাকে না। তাই সবকিছু স্বাভাবিক থাকলে এই ঘাস কাটা হবে সেটাই খবর।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
WTC Final: পিচ নয়, ঠিক যেন সবুজ বাগান! ওভালের ২২ গজ ভয় দেখাচ্ছে ব্যাটসম্যানদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল