গৌতম গম্ভীরর মস্তিষ্ক এবং কলকাতার ব্যবসায়ী এবং ক্রীড়া প্রেমী মানুষ বলে পরিচিত সঞ্জীব গোয়েঙ্কার দল সবসময়ই ব্যালেন্স রেখে দল তৈরি করে সেটাই স্বাভাবিক। লখনউ সুপার জায়ান্টস: অবশিষ্ট পার্স ভ্যালু – ২৩.৩৫ কোটি টাকা। অবশিষ্ট স্লট – ১৬ (৬ ভারতীয়, ৪ বিদেশি)।
আরও পড়ুন - ধোনির দলেই বিশ্বের সেরা অলরাউন্ডার বেন স্টোকস, টাকায় স্পর্শ করলেন ক্রিস মরিসকে
advertisement
অভিষেক মরশুমেই প্লে অফে পৌঁছয় লখনউ সুপার জায়ান্টস। তবে অতিরিক্ত আত্মবিশ্বাসী হওয়ার কিছু নেই। একজন মার্কি অলরাউন্ডার দরকার। প্রয়োজন টপ অর্ডারে ভারতীয় ব্যাটসম্যান। আর বিদেশি পেসার। লখনউ দলে কে এল রাহুল এবং কুইন্টন ডি কক দুর্দান্ত ওপেনিং জুটি।
এছাড়া মিডল অর্ডারে মার্কোস স্তইনিস, বাদোনি, দীপক হুদা কতটা ভয়ংকর হতে পারেন সেটা প্রমাণিত। তবে চামিরা এবং জেসন হোল্ডারকে ছেড়ে দিয়ে তারা চমক দিয়েছিল। মার্ক উড পেসার হিসেবে থাকলেও তার চোট পাওয়ার প্রবণতা বেশি। কৃষ্ণাপ্পা গৌতম এবং ক্রুনাল পান্ডিয়া এলএসজির শক্তি বৃদ্ধি আগেই করেছিল। এবার তারা একজন অলরাউন্ডার এবং ডেথ বোলারের লক্ষ্যে ছিল। পুরান দলে চলে আসায় তাকে শুধু ব্যাটসম্যান হিসেবেও মিডল অর্ডারে ব্যবহার করা যেতে পারে।