এর জন্য প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ও ভাই হার্দিক পান্ডিয়াকে কৃতিত্ব দিলেন এই বাঁহাতি অলরাউন্ডার। জানালেন, মাহি ভাইয়ের কাছ থেকে অধিনায়কত্বের অনেক কিছু শিখেছি। খুব কাছ থেকে তাঁকে পর্যবেক্ষণ করেছি। পাশাপাশি হার্দিকের সঙ্গেও সুযোগ পেলে কথা বলতাম। নেতৃত্বের নিরিখে ওর অভিজ্ঞতা আমার চেয়ে অনেক বেশি। তাছাড়া আমাদের দলের সঙ্গে গৌতম গম্ভীর রয়েছেন। ওঁর অভিজ্ঞতাও সম্পদ।
advertisement
পেশির চোটের জেরে আইপিএলের মাঝপথ থেকে ছিটকে যান লোকেশ রাহুল। তাঁর অনুপস্থিতিতে অধিনায়কত্বের দায়িত্ব পান ক্রুণাল পান্ডিয়া। হঠাৎই নেতা পরিবর্তন হওয়ায় সাময়িক ধাক্কা খায় দল। তবে দ্রুত নিজেদের সামলে নেয় তারা। আপাতত প্লে-অফের টিকিট নিশ্চিত করতে শনিবার ইডেনে নাইট রাইডার্সের বিরুদ্ধে জিততেই হবে লখনউকে।
তাই অ্যাওয়ে ম্যাচে মাঠে বেশি করে সমর্থনের আশায় বিশেষ উদ্যোগ নিয়েছেন দলের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা। এই ম্যাচে সবুজ-মেরুন জার্সিতে খেলতে দেখা যাবে ক্রুণাল পান্ডিয়া-কুইন্টন ডি’ককদের। উল্লেখ্য, আরপিজি গ্রুপের দু’টি দল লখনউ সুপার জায়ান্টস এবং এটিকে মোহন বাগান। তাই শতাব্দীপ্রাচীন ক্লাবের ঐতিহ্যকে সম্মান জানিয়ে নাইটদের বিরুদ্ধে এই বিশেষ জার্সি পরে মাঠে নামবে লখনউ ক্রিকেটাররা।
বৃহস্পতিবার তারই উন্মোচন করলেন ক্রুনাল পান্ডিয়া ও নিকোলাস পুরান। এবার থেকে প্রতিবারই এই জার্সিতে কলকাতায় খেলবেন তাঁরা। তবে কলকাতাকে হালকা করে দেখছেন না তারা জানিয়ে দিলেন ক্রুণাল।