TRENDING:

Mohun Bagan: মোহনবাগানের পাঁচ গোল, সুপার কাপে শুরুতেই উড়ে গেল গোকুলাম কেরল

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মঞ্জেরি: কেরলের মঞ্জেরিতে সোমবার গ্রুপ সি’তে স্থানীয় দল গোকুলাম কেরলের মুখোমুখি হয়েছিল এটিকে মোহনবাগান। আইএসএল চ্যাম্পিয়ন মোহনবাগান শিবির আত্মবিশ্বাসে টগবগ করছিল শুরু থেকেই। এবার সুপার কাপ জিতে মরশুমের শেষটাও উজ্জ্বল করার আশায় কোচ ফেরান্দো। মোহনবাগানকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত গোকুলাম কেরলও। বাছাই পর্বে মহমেডান স্পোর্টিংকে ৫-২ ব্যবধানে বিধ্বস্ত করেছিল ফ্রান বোনেটের দল।
মোহনবাগানের পাঁচ গোল
মোহনবাগানের পাঁচ গোল
advertisement

মোহন বাগানের বিরুদ্ধে সেই ছন্দ ধরে রাখাই লক্ষ্য জবি জাস্টিনদের। গত বছর যুবভারতীতে এএফসি কাপে ফেরান্দোর দলকে ৪-২ ব্যবধানে হারানোর আত্মবিশ্বাসও কাজে লাগাতে প্রত্যয়ী ছিল গোকুলাম। কিন্তু সোমবার গোকুলাম বুঝতে পারল তারা ভারতবর্ষের চ্যাম্পিয়ন দলের বিরুদ্ধে নেমেছে। প্রথমার্ধেই তিনটি গোল মোহনবাগানের।

৭ মিনিটে দুর্দান্ত একটা গোল করলেন লিস্তন কোলাসো। যেন সেই পুরনো লিষ্টন। ২৭ মিনিটে আবার গোল। এবারও লিস্টন। সেই দূরপাল্লার শট, এবার আগের থেকেও ভাল। ৪৫ মিনিটে কিয়নের পাস থেকে হুগো বুমু তিন নম্বর গোল করলেন বা পায়ের শটে। ৬২ মিনিটে আবার গোল। হুগোর পাস থেকে মনবির করে গেলেন চতুর্থ গোল। এরপর মাঠে নামলেন তিরি।

advertisement

গত বছর মার্চ মাসে চোট পাওয়ার পর দীর্ঘদিন পর নামলেন স্প্যানিশ ডিফেন্ডার। মনবিরের জায়গায় এলেন হানামতে। এরপরেও আক্রমণ বজায় রাখল সবুজ মেরুন। গোটা ম্যাচে গোকুলাম কেরালা মোহনবাগানের গোল লক্ষ্য করে একটিও শট নিতে পারেনি। নিজেদের ইচ্ছেমতো খেলাটা নিয়ন্ত্রণ করল হুয়ান ফেরান্ডোর দল। আইএসএল চ্যাম্পিয়নদের বিরুদ্ধে কিছুই করার ছিল না কেরলের দলটির।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

৭১ মিনিটে গতির বিপক্ষে একটি গোল করে গেলেন কেরলের স্প্যানিশ স্ট্রাইকার সেরগিও মেন্দি। মোহনবাগান ডিফেন্স একটু হালকা নিয়ে নিয়েছিল প্রতিপক্ষকে। শেষ ১২ মিনিট আগে নামানো হল দিমিত্রি পেত্রাটসকে।

বাংলা খবর/ খবর/খেলা/
Mohun Bagan: মোহনবাগানের পাঁচ গোল, সুপার কাপে শুরুতেই উড়ে গেল গোকুলাম কেরল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল