TRENDING:

মেয়েদের আইপিএলে বাঙালি ক'জন? বাংলার ক্রিকেটার কতজন? জেনে নিন

Last Updated:

Bengal cricketers in WPL: মেয়েদের আইপিএলে কতজন বাঙালি জেনে নিন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: আইপিএলে বাঙালির আর দেখা সেভাবে পাওয়া যায় না। একটা সময় কলকাতা নাইট রাইডার্সে দু-একজন বাঙালি  ক্রিকেটারকে দেখা যেত। তবে এখন সেসব অতীত। আইপিএলে বাঙালির দেখা পাওয়ার দুষ্কর।
advertisement

উইমেন্স প্রিমিয়র লিগেও কিন্তু সেভাবে বাঙালি ক্রিকেটারের দেখা পাওয়া যাবে না। ডব্লিউপিএলে বাঙালি ক্রিকেটার মাত্র ২ জন। তবে বাংলা থেকে মোট তিনজন ক্রিকেটার মেয়েদের আইপিএলে জায়গা পাকা করে ফেলেছেন।

দীপ্তি শর্মা খেলবেন উত্তরপ্রদেশের হয়ে। রিচা ঘোষ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জার্সি গায়ে খেলবেন। দিল্লি ক্যাপিটালসে দেখা যাবে চুঁচুড়ার তিতাস সাধুকে।

আরও পড়ুন- ভারতের মেয়েদের এবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের সম্ভাবনা প্রবল, বলছেন শাস্ত্রী

advertisement

২ কোটি ৬০ লক্ষ দীপ্তি শর্মাকে দলে নিয়েছে উত্তরপ্রদেশ। ১ কোটি ৯০ লক্ষ টাকায় আরসিবি দলে নিয়েছে রিচাকে।  তিতাসকে ২৫ লক্ষ টাকায় দলে নিয়েছে দিল্লি।

দীপ্তি শর্মা ঘরোয়া ক্রিকেটে বাংলার হয়ে খেললেও তিনি আসলে আগ্রার মেয়ে। তবে মেয়েদের আইপিএলে তিনি ঘরের দল উত্তরপ্রদেশের হয়ে খেলবেন।

আরও পড়ুন- ‘অনেক কিছু শিখতে পারব, সুযোগ পেলে দলে জায়গা ধরে রাখার চেষ্টা করব’: তিতাস সাধু

advertisement

অনেকেই হয়তো মনে করেছিলেন, বাংলার পেসার তিতাস সাঁধু মেয়েদের আইপিএলের নিলামে রেকর্ড অঙ্কের প্রস্তাব পাবেন। হয়তো তিতাস ও তাঁর বাড়ির লোকজনও তেমনটাই ভেবেছিলেন। কিন্তু তিতাসকে মাত্র ২৫ লক্ষ টাকায় দলে নিয়েছে দিল্লি।

বাংলা খবর/ খবর/খেলা/
মেয়েদের আইপিএলে বাঙালি ক'জন? বাংলার ক্রিকেটার কতজন? জেনে নিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল