সূত্রের খবর, SIT গঠনের পরামর্শ রাজ্য সরকারকে। নিরপেক্ষভাবে তদন্ত করার জন্যই সিট গঠন করার পরামর্শ তদন্ত কমিটির৷ বিধান নগর পুলিশ এবং রাজ্যের ক্রীড়া দফতরের কাছে ২৪ ঘন্টার মধ্যে রিপোর্ট চাওয়া হয়েছে কমিশনের পক্ষ থেকে।
দুটো ডিপার্টমেন্ট থেকে রিপোর্ট চাওয়া হয়েছে মূলত নিম্নলিখিত বিষয়গুলি উল্লেখ করে।
advertisement
১) মাঠে জলের বোতল!
এক্ষেত্রে বেশ কয়েকটি প্রশ্নের উত্তর চাওয়া হয়েছে৷
প্রথম, মাঠে জলের বোতল ঢুকলো কি করে?
দ্বিতীয়, তাহলে কি স্টেডিয়ামের গেটের পাহারায় খামতি ছিল!
তৃতীয়, কারা দায়িত্ব ছিল? তাদের কি ভূমিকা ছিল?
২) মাঠের ভেতরে জটলা।
প্রথম, মাঠের ভেতরে কাদের যাবার অনুমতি ছিল?
দ্বিতীয়, মাঠের ভেতরের প্রোগ্রাম নিয়ে কি পরিকল্পনা ছিল?
তৃতীয়, মাঠের ভেতরের কর্মসূচির এক্সিকিউট করার দায়িত্ব কাদের ছিল!! তাদের ভূমিকা কি?
এই সমস্ত তথ্য বিধান নগর পুলিশ এবং ক্রীড়া দফতরের থেকে অবিলম্বে চাওয়া হয়েছে ২৪ ঘন্টার মধ্যে।
রবিবার সকালে যুবভারতীর পরিস্থিতি পর্যবেক্ষণে যায় তদন্ত কমিটি। কমিটির মাথায় রয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি অসীমকুমার রায়। এ ছাড়াও, কমিটিতে আছেন মুখ্যসচিব মনোজ পন্থ, স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তীরা। অশান্তির ঘটনায় এবার পুলিশের নজরে সল্টলেক স্টেডিয়ামের সিইও দেব কুমার নন্দ।
তদন্ত কমিটি স্টেডিয়ামে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে বলেই জানা যায়৷ এই গোটা ঘটনা সম্পর্কে জানতে চাওয়া হয়। তিনি জানান, ঘটনার সময় তিনি সেখানে ছিলেন না, তাই সেই ঘটনা সম্পর্কে কিছু বলতে পারবেন না। তিনি জানেন না।
