TRENDING:

Messi in Kolkata: মেসি কাণ্ডের প্রাথমিক রিপোর্ট পেশ কমিশনের! মাঠে জটলা থেকে জলের বোতল, একাধিক প্রশ্নের উল্লেখ! পুলিশ, ক্রীড়া দফতরের কাছে জানতে চাইল কমিটি

Last Updated:

Messi in Kolkata: যুবভারতীতে মেসির আগমনে সৃষ্টি হওয়া বিশৃঙ্খলার ঘটনার তদন্তে তিন সদস্যের কমিশন গড়ে দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: যুবভারতীতে মেসির আগমনে সৃষ্টি হওয়া বিশৃঙ্খলার ঘটনার তদন্তে তিন সদস্যের কমিশন গড়ে দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গড়ে দেওয়া এই কমিশনের নেতৃত্বে রয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়৷ মঙ্গলবার এই ঘটনার নবান্নে প্রাথমিক রিপোর্ট পেশ কমিশনের। তদন্তের রিপোর্ট রাজ্য সরকারকে দিল কমিশন৷
মেসি কাণ্ডের প্রাথমিক রিপোর্ট পেশ কমিশনের! মাঠে জটলা থেকে জলের বোতল, একাধিক প্রশ্নের উল্লেখ! পুলিশ, ক্রীড়া দফতরের কাছে জানতে চাইল কমিটি
মেসি কাণ্ডের প্রাথমিক রিপোর্ট পেশ কমিশনের! মাঠে জটলা থেকে জলের বোতল, একাধিক প্রশ্নের উল্লেখ! পুলিশ, ক্রীড়া দফতরের কাছে জানতে চাইল কমিটি
advertisement

সূত্রের খবর, SIT গঠনের পরামর্শ রাজ্য সরকারকে। নিরপেক্ষভাবে তদন্ত করার জন্যই সিট গঠন করার পরামর্শ তদন্ত কমিটির৷ বিধান নগর পুলিশ এবং রাজ্যের ক্রীড়া দফতরের কাছে ২৪ ঘন্টার মধ্যে রিপোর্ট চাওয়া হয়েছে কমিশনের পক্ষ থেকে।

দুটো ডিপার্টমেন্ট থেকে রিপোর্ট চাওয়া হয়েছে মূলত নিম্নলিখিত বিষয়গুলি উল্লেখ করে।

আরও পড়ুন: এক ফোঁটাও জল লাগবে না, রোদেও দিতে হবে না! ৩ উপায়ে ঝঞ্ঝাট ছাড়াই দিব্যি পরিষ্কার হবে মোটা মোটা লেপ, কম্বল

advertisement

১) মাঠে জলের বোতল!

এক্ষেত্রে বেশ কয়েকটি প্রশ্নের উত্তর চাওয়া হয়েছে৷

প্রথম, মাঠে জলের বোতল ঢুকলো কি করে?

দ্বিতীয়, তাহলে কি স্টেডিয়ামের গেটের পাহারায় খামতি ছিল!

তৃতীয়, কারা দায়িত্ব ছিল? তাদের কি ভূমিকা ছিল?

২) মাঠের ভেতরে জটলা।

প্রথম, মাঠের ভেতরে কাদের যাবার অনুমতি ছিল?

দ্বিতীয়, মাঠের ভেতরের প্রোগ্রাম নিয়ে কি পরিকল্পনা ছিল?

advertisement

তৃতীয়, মাঠের ভেতরের কর্মসূচির এক্সিকিউট করার দায়িত্ব কাদের ছিল!! তাদের ভূমিকা কি?

এই সমস্ত তথ্য বিধান নগর পুলিশ এবং ক্রীড়া দফতরের থেকে অবিলম্বে চাওয়া হয়েছে ২৪ ঘন্টার মধ্যে।

আরও পড়ুন: ১৫ বছরে মাকে খুন…পর্দার চেয়েও বেশি নৃশংস ছিলেন আসল রহমান ডাকাত! কার চরিত্রে সাড়া ফেলেছেন অক্ষয় খান্না? গ্যাংস্টারের কাহিনী শুনলে শিউরে উঠবেন

advertisement

রবিবার সকালে যুবভারতীর পরিস্থিতি পর্যবেক্ষণে যায় তদন্ত কমিটি। কমিটির মাথায় রয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি অসীমকুমার রায়। এ ছাড়াও, কমিটিতে আছেন মুখ্যসচিব মনোজ পন্থ, স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তীরা। অশান্তির ঘটনায় এবার পুলিশের নজরে সল্টলেক স্টেডিয়ামের সিইও দেব কুমার নন্দ।

সেরা ভিডিও

আরও দেখুন
হুইল চেয়ারে ভর করেই উচ্চমাধ্যমিকে নজিরবিহীন রেজাল্ট, বিশ বছরের সফল শিক্ষিকা স্বরূপা
আরও দেখুন

তদন্ত কমিটি স্টেডিয়ামে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে বলেই জানা যায়৷ এই গোটা ঘটনা সম্পর্কে জানতে চাওয়া হয়। তিনি জানান, ঘটনার সময় তিনি সেখানে ছিলেন না, তাই সেই ঘটনা সম্পর্কে কিছু বলতে পারবেন না। তিনি জানেন না।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
Messi in Kolkata: মেসি কাণ্ডের প্রাথমিক রিপোর্ট পেশ কমিশনের! মাঠে জটলা থেকে জলের বোতল, একাধিক প্রশ্নের উল্লেখ! পুলিশ, ক্রীড়া দফতরের কাছে জানতে চাইল কমিটি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল