TRENDING:

Lionel Messi Argentina : মেসিকে বিশ্রাম! আর্জেন্টিনা জার্সিতে কলম্বিয়া এবং চিলির বিরুদ্ধে নেই মহাতারকা

Last Updated:

Lionel Messi will not be playing World Cup qualifier matches for Argentina. মেসিকে ছাড়াই কলম্বিয়া এবং চিলির বিরুদ্ধে খেলবে আর্জেন্টিনা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#রোজারিও: কাতার বিশ্বকাপে খেলা নিশ্চিত হয়ে গিয়েছে আর্জেন্টিনার। আর কোনো সংশয় নেই। লিওনেল মেসি গত কয়েক মাস ধরে নিজের সেরা ছন্দে নেই। কখনো চোট, কখনো প্যারিসের ঠান্ডা আবহাওয়ায় মানিয়ে নিতে না পারা। কিছুটা সমস্যার মধ্যে রয়েছেন আধুনিক ফুটবলের রাজপুত্র। তাই দলের সেরা ফুটবলারকে দুটো ম্যাচের জন্য বিশ্রাম দেওয়ার কথা ঘোষণা করল আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন।
মেসির জায়গায় আর্জেন্টিনা জার্সিতে সুযোগ পেয়েছেন পাওলো ডিবালা
মেসির জায়গায় আর্জেন্টিনা জার্সিতে সুযোগ পেয়েছেন পাওলো ডিবালা
advertisement

আরও পড়ুন - ICC Mens Test team 2021: আইসিসির বর্ষসেরা টেস্ট দলে জায়গা পেলেন রোহিত, অশ্বিন, পন্থ ! বাদ বিরাট

বিশ্বকাপ বাছাইপর্বে এখন পর্যন্ত অপরাজিত আর্জেন্টিনা সব মিলিয়ে সর্বশেষ ২৭ ম্যাচে অপরাজিত। বাছাইপর্বে ১৩ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে আছে দশ দলের দক্ষিণ আমেরিকা অঞ্চলের পয়েন্ট তালিকার দুই নম্বরে। সমান ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষে ব্রাজিল। পাঁচবারের বিশ্বকাপজয়ীরাও এখনো বাছাইপর্বে কোনো ম্যাচ হারেনি।

advertisement

আরও পড়ুন - VVS Laxman U19 World Cup: করোনা হানাতেও জুনিয়র ক্রিকেটারদের মানসিক কাঠিন্য দেখে মুগ্ধ ভিভিএস লক্ষ্মণ

লিওনেল মেসিকে না রেখেই এবারের বিশ্বকাপ বাছাইপর্বের দুই ম্যাচের আর্জেন্টিনা দল ঘোষিত হতে পারে—এমন গুঞ্জন গত কয়েক দিনে আর্জেন্টিনা থেকে অনেকবারই এসেছে। ফরাসি সংবাদমাধ্যমও জানিয়েছিল, ৩৪ বছর বয়সী আর্জেন্টাইন ফরোয়ার্ড ক্লাব পিএসজিতেই থাকবেন, আর্জেন্টিনার হয়ে এবারের বাছাইপর্বের দুই ম্যাচে খেলবেন না। শেষ পর্যন্ত গুঞ্জনই সত্যি হল।

advertisement

বাছাইপর্বের পরের দুই ম্যাচের জন্য আজ দল ঘোষণা করেছে আর্জেন্টিনা, সে দলে মেসি নেই। কাতার বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে এবারের রাউন্ডে দুটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ভারতীয় সময় আগামী ২৮ জানুয়ারি শুক্রবার সকাল ৫:৪৫ মিনিটে লিওনেল স্কালোনির দল নামবে চিলির মাঠে। এরপর ২ ফেব্রুয়ারি বুধবার ভারতীয় সময় ভোর ৫টা নিজেদের মাটিতে ম্যাচ কলম্বিয়ার বিপক্ষে।

advertisement

জুভেন্টাসের পাওলো দিবালা ডাক পেয়েছেন দলে। মেসি না থাকায় মেসির জায়গায় দিবালা কতটা আলো ছড়াতে পারেন, সেটি দেখার ব্যাপার হবে। রিভারপ্লেটে আলো ছড়িয়ে ইউরোপের বড় বড় ক্লাবের নজরে আসা ফরোয়ার্ড ইউলিয়ান আলভারেজকে গত কয়েকবারের মতো এবারও দলে রেখেছেন আর্জেন্টিনা কোচ স্কালোনি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

মেসি না থাকায় এবার তাঁরও খেলার সুযোগ বাড়তে পারে। আর্জেন্টিনার কোচ স্কালোনি অবশ্য আশাবাদী মেসি না থাকলেও দলকে যোগ্য নেতৃত্ব দেবেন অভিজ্ঞ ডি মারিয়া। তার গোলেই ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা। এছাড়াও লিওনার্দো পারেদেস, লো সেলসো, আলেজন্দ্র গোমেজরা ম্যাচ জেতানোর ক্ষমতা রাখেন।

বাংলা খবর/ খবর/খেলা/
Lionel Messi Argentina : মেসিকে বিশ্রাম! আর্জেন্টিনা জার্সিতে কলম্বিয়া এবং চিলির বিরুদ্ধে নেই মহাতারকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল