কিন্তু মেসির সৌদি আরব সফরে চটে লাল পিএসজি কর্তৃপক্ষ। দলের অনুশীলনে যোগ না দেওয়ায় মেসির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে ফরাসী ক্লাব তা শোনা যাচ্ছিল। একাধিক ফরাসী সংবাদ মাধ্যমগুলির দাবি অনুযায়ী ২ সপ্তাহের জন্য সাসপেন্ড করা হয়েছে মেসিকে। যেই খবর প্রকাশ্যে আসার পর আলোড়ন তৈরি হয়েছে ফুটবল বিশ্বে। কারণ মেসির মত মহাতারকা সাসপেন্ড হওয়া মানে তা ফুটবলের সবথেকে বড় ব্রেকিং। জানা গিয়েছে এই সাসপেনশনের সময়কালে ম্যাচ খেলা তো দুরস্ত ক্লাবের অনুশীলনে পর্যন্ত যোগ দিতে পারবেন না আর্জেন্টাইন মহাতারকা।
advertisement
মেসির ঘনিষ্ঠ মহলের দাবি, ক্লাবের হঠাৎ অনুশীলনের দিন ফেলা সম্পর্কে মেসি আগে থেকে জানতেন না। কারণ মেসি জানতেন লরিয়েঁ ম্যাচের পর ২ দিন ছুটি রয়েছে। সেই সুযোগেই পরিবার সহ সৌদিতে গিয়ে সেদেশের ট্যুরিজমের বিজ্ঞাপন সংক্রান্ত কাজ মিটিয়ে নিতে চেয়েছিলেন মেসি। কিন্তু ক্লাব হঠাৎ অনুশীলন রাখে। মেসির অনুশীলনে যোগ না দেওয়াটা ভালোভাবে নেয়নি ক্লাব কর্তৃপক্ষ। তাই মেসির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ পরিবারকে আক্রমণ! অকথ্য গালি! কোহলি-গম্ভীর 'লড়াই'-এর সময় কী বলেছিলেন একে অপরকে, ফাঁস হল রহস্য
আরও পড়ুনঃ IPL 2023: যুবরাজ-পাঠানদের খিদে মেটাতে কী হাল হয়েছিল প্রীতি জিন্টার, ১৪ বছর পর 'রহস্য ফাঁস'
যদি সত্যিই মেসি শেষ পর্যন্ত সাসপেন্ড হন তাতে ফরাসী ক্লাবের সঙ্গে বিশ্বজয়ীর সম্পর্ক যে আরও খারাপ হবে তা বলার অপেক্ষা রাখে না। এমনিতেই আগামি মরসুমে মেসি পিএসজিতে থাকবেন কিনা তা নিয়ে জল্পনা চলছে। বার্সোলেনো, মেজর লিগ সকারের ক্লাব, সৌদির ক্লাব মেসিকে নেওয়ার জন্য মরিয়া। এই পরিস্থিতিতে মেসির সাসপেনশনের খবর প্রশ্ন তুলে দিচ্ছে আর কী পিএসজির জার্সি গায়ে চাপাবেন মেসি?