আজ গোট সফরের শেষ দিন। ভারতের চারটি শহরে থাকার কথা ছিল মেসির। আজ নয়াদিল্লিতে সফরের শেষ দিন। আর এই শেষ দিন মেসিকে ঘিরে উন্মাদনা যেন আরও বেড়ে গেল! সোমবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট তুলে দেওয়া হল আর্জেন্টাইন তারকা মেসির হাতে। ভারত ও আমেরিকার ম্যাচের টিকিট আইসিসি চেয়ারম্যান জয় শাহ তুলে দিলেন মেসির হাতে।
advertisement
টি-টোয়েন্টি বিশ্বকাপের উন্মাদনা বাড়ানোর সুযোগ ছাড়লেন না জয় শাহ। উল্লেখ্য, ৭ ফেব্রুয়ারি আমেরিকার বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করছে সূর্যকুমার যাদবের ভারত। একইসঙ্গে মেসি, ডি’ পল ও সুয়ারেজের হাতে ভারতের টি-টোয়েন্টি দলের নতুন জার্সি তুলে দেওয়া হল। অরুণ জেটলি স্টেডিয়ামে এর পর মেসি বলে গেলেন, ”সি ইউ সুন।” তা হলে কি আমেরিকায় টি-২০ বিশ্বকাপে এবার সত্যি হাজির থাকবেন মেসি!
আরও পড়ুন- টিকিট কত? দর্শক কত? শতদ্রু দত্তের সংস্থা বাদ দিয়েও আরও পাঁচটি সংস্থাকে তলব
এদিন মাঠে ঢুকেই মেসি সময় কাটান মিনার্ভা অ্যাকাডেমির খুদে ফুটবলারদের সঙ্গে। এর পর গ্যালারির দিকে কিক মেরে বল উপহার। কলকাতার বিশৃঙ্খলার স্মৃতি মাথায় রেখে দিল্লিতে প্রশাসনিক প্রস্তুতি ছিল চোখে পড়ার মতো। মেসির ভারতের চার শহরের সফর আজ শেষ। এদিন পিঙ্ক টি-শার্ট গায়ে মেসিকে দেখা গেল খোশমেজাজে। লিওর হাতে জয় শাহ তুলে দিলেন ‘মেসি ১০’ লেখা টিম ইন্ডিয়ার জার্সি।
