TRENDING:

'আমি অবসর নিচ্ছি না এখনই', বিশ্বকাপ জিতে বিরাট ঘোষণা মেসির

Last Updated:

Lionel Messi not retire: ফের দেখা যাবে মেসি ম্যাজিক! বড় খবর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দোহা: অবসর ভেঙে ফিরে এসেছিলেন তিনি। কাঁদতে কাঁদতে সেবার মাঠ ছেড়েছিলেন। এবার বিশ্বকাপ জিতে হাসতে হাসতে মাঠ ছাড়লেন। তবে তাঁর অবসর নিয়ে জল্পনা এবারও ছিল। সেই জল্পনা অবশ্য মেসি উস্কে দিয়েছিলেন।
advertisement

বিশ্বকাপের শুরু থেকেই খবর ছড়াচ্ছিল, মেসি কাতার বিশ্বকাপের শেষেই জাতীয় দল থেকে অবসর নেবেন। মেসি নিজে মুখে সে কথা বলেছেন। এমন খবরও ছিল। তবে বিশ্বকাপ জিতে মেসি ঘোষণা করে গেলেন, আর্জেন্টিনার হয়ে খেলা চালিয়ে যাবেন তিনি।

আরও পড়ুন- চাকরি যাওয়া ম্যানেজার থেকে বিশ্বকাপ জেতা কোচ! স্কালোনিতে ডুবে গোটা আর্জেন্টিনা

advertisement

বিশ্বকাপে ৭ গোল করেছেন। জিতেছেন গোল্ডেন বল। ফর্ম যখন রয়েছে তা হলে এখনই কেন জাতীয় দলের হয়ে না খেলার সিদ্ধান্ত নেবেন! তাই মেসি জানিয়ে গেলেন, তিনি খেলবেন। সমর্থকদের আর মন খারাপের প্রশ্নই রইল না। আবারও দেখা যাবে মেসি ম্যাজিক।

বিশ্বকাপ শেষে টিওয়াইসি স্পোর্টসকে সাক্ষৎকারে মেসি বলেছেন, ‘অবশ্যই আমি আমার কেরিয়ার এখানেই শেষ করতে চেয়েছিলান। এর থেকে আর বেশি কাই বা চাইতে পারি! ঈশ্বরকে ধন্যবাদ তিনি সব দিয়েছেন আমাকে। কেরিয়ারের শেষ পর্যায়ে এসে বিশ্বকাপ জয় আমার কাছে সব পাওয়ার উর্ধ্বে।’

advertisement

মেসি আরও বলেন, ‘আমি জানতাম ঈশ্বর আমাকে বিশ্বকাপ দেবেন। এটা আমার বিশ্বাস ছিল। কেন জানি না আমার বারবার মনে হত, বিশ্বকাপ আমি জিতবই।’

আরও পড়ুন- ৩৬ বছর পর মেসির হাতেই বিশ্বসেরা মারাদোনার দেশ, নীল সাদা আকাশের পুরোটাই আর্জেন্টিনা!

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

বিশ্বকাপ জয়ের রাতে আর্জেন্টাইন সমর্থকদের কথাও ভোলেননি মেসি। বলে গেলেন, ‘আমি আর্জেন্টাইন সমর্থকদের সঙ্গে উৎসব করতে মুখিয়ে আছি। এই জয় ওদেরও। ওরাই আমাদের শক্তি। একটানা সমর্থন করে গিয়েছেন ওরা। ওদের জন্যই এত দূর আসা। এই জয়।’

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
'আমি অবসর নিচ্ছি না এখনই', বিশ্বকাপ জিতে বিরাট ঘোষণা মেসির
Open in App
হোম
খবর
ফটো
লোকাল