তবে মেসির অভিনয়ে হাতেখড়ি বড় পর্দায় নয়, টেলিভিশন সিরিজে অভিনয় করেছেন মেসি। আর্জেন্টিনার একটি টেলিভিশন- লস প্রোটেক্টর্সের দ্বিতীয় মরসুমে অভিনয় করছেন মেসি। মেসির অভিনয়ের একটি ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে মেসিকে একজন দক্ষ অভিনেতার মত অভিনয় করতে দেখা গিয়েছে। এমনকী মেসির অভিনয় দক্ষতার প্রশংসা করেছেন ওই টেলিভিশন সিরিজে অভিনয় করা অন্যান্য অভিনেতারা।
advertisement
জীবনের আরও এক নতুন অধ্যায় শুরু করে উচ্ছ্বসিত লিওনেল মেসি। অভিজ্ঞ অভিনেতাদের সঙ্গে কাজ করতে পেরে নিজেকে ধন্য বলেও জানিয়েছেন আর্জেন্টিনার তারকা ফুটবলার। এছাড়া নিজের নতুন ক্লাব কেরিয়ারও নিয়েও মুখ খুলেছেন মেসি। বলেছেন,’একটা নতুন শহরে শুরু করব। নতুন ক্লাবে শুরু করব। সব মিলিয়ে আমি ভীষণ উত্তেজিত’। বিশ্বকাপের পরের সময়টা যে মেসি ভালই উপভোগ করছেন তা বলাই যায়। নতুন ভূমিকায় মেসিকে দেখা অপেক্ষায় ফ্যানেরা।