TRENDING:

Lionel Messi: ফ্যানেদের শব্দব্রহ্ম, ফ্লোরিডা জুড়ে উৎসব, 'রাজাকে' স্বাগত জানাল মায়ামি, নতুন জার্সি পরেই বড় কথা বললেন মেসি

Last Updated:

Lionel Messi: অনুষ্ঠানের মূল মঞ্চ থেকে 'লিওনেল মেসি, বিশ্বের সেরা ১০ নম্বরকে স্বাগত'-বলতেই ২২ হাজার দর্শকের গর্জন হার মানায় লক্ষাধিক দর্শকের আওয়াজকেও। মাঠের বাইরেও তখন শুরু হয়ে গিয়েছে উৎসব।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ফ্লোরিডা: ভারতীয় সময় সোমবার ভোর সাড়ে পাঁচটায় সমর্থকদের সামনে লিওনেল মেসিকে প্রথমবার আনার কথা ছিল ইন্টার মায়ামির। নির্ধারিত সময়ের বহু আগেই মাঠে উপস্থিত হয়েছিলেন মিয়ামি ও মেসির ফ্যানেরা। মাঠে ২২ হাজার দর্শক ধরলেও মাঠের বাইরে সেই সংখ্যা গোনা সম্ভব হচ্ছিল না। কিন্ত বাধা হয়ে দাঁড়াল প্রবল ঝড়-বৃষ্টি। কিন্তু প্রকৃতির রুদ্রমূর্তিও ঠেকাতে পারেনি মেসির প্রতি ফ্যানেদের ভালবাসা। বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের ১ ঘণ্টার বেশি কিছু সময় পর শুরু হয় মূল অনুষ্ঠান। বৃষ্টিভেজা দর্শকদের উৎসাহ-উদ্দীপনার কোনও অভাব ছিল না। বিশ্বজয়ীকে বরণ করতে হবে বলে কথা।
advertisement

অনুষ্ঠানের মূল মঞ্চ থেকে ‘লিওনেল মেসি, বিশ্বের সেরা ১০ নম্বরকে স্বাগত’-বলতেই ২২ হাজার দর্শকের গর্জন হার মানায় লক্ষাধিক দর্শকের আওয়াজকেও। মাঠের বাইরেও তখন শুরু হয়ে গিয়েছে উৎসব। আতসবাজির রোশনাই, নাচে-গানে বরণ করে নেওয়া হয় আর্জেন্টিনরা কিংবদন্তীকে। আতসবাজির রোশনাই যেন হার মানাবে কাতারের ফাইনালকেও। ডেভিড বেকহ্যাম আলিঙ্গন করেন মেসিকে। লিও-র হাতে তুলে দেওয়া হয় তাঁর প্রিয় ১০ নম্বর জার্সি। বার্সা ছেড়ে পিএসজিতে যাওয়ার সময় যা ত্যাগ করতে হয়েছিল মেসিকে।

advertisement

আত্মপ্রকাশে এমন ভালবাসা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন মেসি। কোনও ট্রফি জয় বা বড় বড় কথা না বলে সোজাসুজি দিলেন দলের হয়ে ১০০ শতাংশ উজার করে দেওযার প্রতিশ্রুতি। একইসঙ্গ এত ভালোবাসা দেওয়ার জন্য সকলকে ধন্যবাদ জানান। বলেন,”এখানে আসার পর থেকে যে আতিথেয়তা পাচ্ছি তার জন্য সবাইকে ধন্যবাদ। নতুন ক্লাবে এই সুযোগটা দেওয়ার জন্য ধন্যবাদ। মনে হচ্ছে যেন নিজের বাড়িতে আছি। অনুশীলন শুরু করার জন্য তর সইছে না। দলের হয়ে মাঠে নামতে চাইছি। এই ক্লাবের হয়ে জিততে চাই। এই ক্লাবকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই।”

advertisement

আরও পড়ুনঃ This Indian Cricketer Is Son In Law Of Govinda: বলিউড হিরো গোবিন্দার জামাই এই ভারতীয় ক্রিকেটার, কে বলুন তো? রইল বড় সারপ্রাইজ

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

বেকহ্যামও বিশ্বের সেরা ফুটবলার তাদের ক্লাবে আসায় ফ্যানেদের এই মুহূর্ত উপভোগ করার পরামর্শ দেন। আগামি কয়েক দিন ফ্লোরিডা জুড়ে যে উৎসবের আবহ থাকবে তা বলাই যায়। প্রসঙ্গত, শনিবারই মায়ামির সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছিলেন মেসি। এবার অনুষ্ঠানিক আত্মপ্রকাশের পর আগামি শুক্রবারই মিয়ামির হয়ে মাঠে মেসিকে দেখার অপেক্ষায় ফ্যানেরা।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Lionel Messi: ফ্যানেদের শব্দব্রহ্ম, ফ্লোরিডা জুড়ে উৎসব, 'রাজাকে' স্বাগত জানাল মায়ামি, নতুন জার্সি পরেই বড় কথা বললেন মেসি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল