TRENDING:

Lionel Messi Tour Update: হাত মেলাতে ১ কোটি, ভারত সফরের শেষ ধাপে আজ দিল্লিতে মেসি! কার কার সঙ্গে সাক্ষাৎ?

Last Updated:

মেসি এবং তাঁর সঙ্গীদের কোনও খবর, ছবি অথবা গতিবিধি যাতে ফাঁস না হয়, সে বিষয়ে হোটেলের কর্মীদের কড়া নির্দেশ দেওয়া হয়েছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতায় ভারত সফরের শুরুটা হয়েছিল দুঃস্বপ্নের মতো৷ তার পর হায়দ্রাবাদ, মুম্বইয়ে সফল অনুষ্ঠানের পর আজ লিওনেল মেসি পা রাখলেন রাজধানী দিল্লিতে৷
ভারত সফরের শেষ ধাপে আজ দিল্লিতে মেসি৷ ছবি- পিটিআই
ভারত সফরের শেষ ধাপে আজ দিল্লিতে মেসি৷ ছবি- পিটিআই
advertisement

এখনও পর্যন্ত যা খবর, তাতে সোমবার সকাল ১০.৪৫-এ দিল্লিতে পৌঁছনোর কথা লিওনেল মেসি৷ দিল্লির চাণক্যপুরীর লীলা প্যালেস হোটেলে থাকার কথা তাঁর৷ হোটেলের গোটা একটি ফ্লোর মেসি এবং তাঁর সঙ্গীদের জন্য সংরক্ষিত রাখা রয়েছে৷ লীলা প্যালেস হোটেলের প্রেসিডেন্সিয়াল স্যুটে থাকবেন মেসি এবং তাঁর আর্জেন্তেনীয় সতীর্থরা৷ এক রাতের জন্য এই প্রেসিডেন্সিয়াল স্যুটের ভাড়া সাড়ে তিন থেকে সাত লক্ষ টাকা৷

advertisement

মেসি এবং তাঁর সঙ্গীদের কোনও খবর, ছবি অথবা গতিবিধি যাতে ফাঁস না হয়, সে বিষয়ে হোটেলের কর্মীদের কড়া নির্দেশ দেওয়া হয়েছে৷ মেসিকে ঘিরে কলকাতা, হায়দ্রাবাদ এবং মুম্বইয়ে যে উন্মাদনা দেখা গিয়েছে, তার পর দিল্লির হোটেল ঘিরেও কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে৷ হোটেল চত্বরকে হাই সিকিউরিটি জোনে পরিণত করা হয়েছে৷

এনডিটিভি-তে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, লীলা প্যালেস হোটেলে লিওনেল মেসির সঙ্গে দেখা করবেন বাছাই করা কয়েকজন কর্পোরেট এবং ভিআইপি অতিথিরা৷ সূত্রের খবর, এই সাক্ষাতের খরচও চোখ কপালে তোলার মতো৷ বেশ কয়েকজন কর্পোরেট সংস্থার শীর্ষ মাথারা মেসির সঙ্গে সাক্ষাতের জন্য এক কোটি টাকা করে খরচ করছেন৷

advertisement

এর পাশাপাশি আজই দিল্লিতে ভারতের প্রধান বিচারপতি, বেশ কয়েকজন সাংসদ এবং বাছাই করা কয়েকজন ভারতীয় ক্রীড়াবিদের সঙ্গে দেখা করবেন লিওনেল মেসি৷

হোটেলের এই সাক্ষাৎ পর্বের পর লিওনেল মেসি অরুণ জেটলি স্টেডিয়ামে পৌঁছবেন৷ সেখানে ফুটবল ক্লিনিকে অংশ নেওয়ার পাশাপাশি কয়েকজন ভারতীয় ক্রিকেটারের সঙ্গে সাক্ষাৎ হওয়ার কথা তাঁর৷ সেখান থেকে একটি বেসরকারি সংস্থার অনুষ্ঠানে যোগ দেবেন তিনি৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
সুদিন আসছে! ঘাটাল মাস্টার প্ল্যান অনুযায়ী শিলাবতী নদী খননের কাজ শুরু
আরও দেখুন

ওই অনুষ্ঠানে ভারতীয় ক্রিকেটার রোহিত শর্মা, প্যারাঅলিম্পিকে জ্যাভলিনে সোনা জয়ী সুমিত আন্তিল, বক্সিংয়ে বিশ্বচ্যাম্পিয়ন নিখাত জারিন এবং অলিম্পিক হাইজাম্পে পদকজয়ী নিশাদ কুমার কিংবদন্তি ফুটবলারের সঙ্গে দেখা করবেন৷ রাত ৮টা নাগাদ বিমানে ভারত ছাড়বেন মেসি৷

বাংলা খবর/ খবর/খেলা/
Lionel Messi Tour Update: হাত মেলাতে ১ কোটি, ভারত সফরের শেষ ধাপে আজ দিল্লিতে মেসি! কার কার সঙ্গে সাক্ষাৎ?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল