কয়েকদিন আগেই ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে টপকে মেসি হয়ে যান ইউরোপের শীর্ষ ৫ লিগের সর্বোচ্চ গোলদাতা (৪৯৬)।রেকর্ড গড়ে দলকে জিতিয়ে খুব বেশি সময় ফ্রান্সে থাকেননি মেসি।
চলে এসেছেন বার্সেলোনার উদ্দেশে তবে কোনো দলবদলসংক্রান্ত কাজে নয়। নিজের অন্যতম পছন্দের গানের দল কোল্ডপ্লের কনসার্ট দেখতে গিয়েছিলেন মেসি। এর জন্য মিস করেছেন লিগ আঁ-র পুরস্কার অনুষ্ঠান। লিগ আঁ-র পুরস্কার অনুষ্ঠানে মেসি কিছু জেতেননি। লিগের সেরা খেলোয়াড় হয়েছেন কিলিয়ান এমবাপ্পে। তবে এমবাপ্পে, আশরাফ হাকিমি ও নুনো মেন্দেজের সঙ্গে মেসিও ছিলেন লিগ আঁ-র বর্ষসেরা সেরা একাদশে।
advertisement
বার্সেলোনা শহরের মন্তহুইচ স্টেডিয়ামে কোল্ডপ্লের কনসার্টে মেসি অবশ্য গিয়েছেন নীরবেই। মন্তহুইচের নিচের দিকের গ্যালারিতে বউ এর সাথে বসে থাকতে দেখা গেছে তাঁকে।পরে ব্যান্ডের সাথে ছবি ও তোলেন তারা। কিন্তু নেট দুনিয়ায় তার আচমকা বার্সাতে যাওয়া নিয়ে গুজব ছড়িয়েছে।বার্সেলোনা মেসিকে ফেরানো নিয়ে অনেক কথা বলেছে।
কিন্তু বার্সেলোনায় মেসির ফেরা অনেক কিছুর ওপর নির্ভর করে আছে এখনো। আর্থিক সংকটে থাকা ক্লাবটি উয়েফার আর্থিক সংগতি নীতি এবং লা লিগার বেতন কাঠামো মেনে মেসিকে দলে নিতে পারবে কি না, এ নিয়ে আছে সংশয়।বার্সেলোনা কোচ জাভি মনে করেন, মেসি আসলে দলের অবস্থা আমূল বদলে যাবে, ২০১০ সালের মতো সেই প্রতিভা আমাদের দলে এখন নেই।
উদাহরণ হিসেবে যদি বলেন মেসি এই দলে কী আনতে পারে? সে সঙ্গে আনতে পারে প্রতিভা। ফাইনাল পাস মেসি বানিয়ে দিতে পারে। তাছাড়া রয়েছে ফ্রি কিক, গোল করার ক্ষমতা। ফাইনাল থার্ডে মেসি ভিন্নমাত্রার একজন খেলোয়াড়। কিন্তু জাভি এটাও স্মরণ করিয়ে দিলেন, পুরো বিষয়টা নির্ভর করছে মেসির ওপর।
ওর প্রতিভা দলে অনেক কিছু যুক্ত করবে। কিন্তু শেষ পর্যন্ত সব কিছু ওর সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। মেসির সাথে নিয়মিত যোগাযোগ থাকলেও ভবিষ্যৎ নিয়ে মেসি কী ভাবছেন তা জানা নেই জাভির। অন্যদিকে মেসিকে ১ বছরের জন্য ৬০ কোটি ইউরো দেওয়ার প্রস্তাব দিয়েছে সৌদি আরব। সৌদি আরবের ফুটবলে খেলার জন্য বিশাল অঙ্কের প্রস্তাব মেসির বাবা ও এজেন্ট জর্জে মেসি প্রায় রাজি আছেন।
ফরাসি মিডিয়া থেকে এই দাবি করা হয়েছে। আগেও এমন অনেক দাবি করা হয়েছিল।কিন্তু তা ভুয়ো বলে উড়িয়ে দিয়েছিলেন মেসির বাবা।তবে আগামী কিছু দিনের মধ্যেই নিজের ভবিষ্যৎ ক্লাব নিয়ে ঘোষণা করবেন মেসি।