পারানা নদীর তীরে অবস্থিত ১৫ লাখ জনসংখ্যার এই শহরেই বেড়ে উঠেছেন ফুটবলের এই জাদুকর। ৬ বছর বয়সে ১৯৯৪ সালে মেসি যোগ দিয়েছিলেন এই আর্জেন্টাইন ক্লাবে। আজকের মেসি হয়ে ওঠার পেছনে এই ক্লাবের অবদান অপূরণীয়। রোজারিওর প্রধান স্থানীয় ক্লাব নিউয়েলস ওল্ড বয়েজ যুবদলের হয়ে ছয় বছর খেলেছেন মেসি।
আরও পড়ুন - কাতার বিশ্বকাপে আবার মৃত্যু! সাংবাদিকের পর এবার জীবন গেল নিরাপত্তা রক্ষীর
advertisement
ক্যারিয়ার জুড়ে মাঠ মাতানোর পর আবার নিউয়েলস ওল্ড বয়েজে ফিরে যাচ্ছেন মেসি। এমনটাই জানিয়েছে জনপ্রিয় গণমাধ্যম মার্কা। স্প্যানিশ এই সংবাদমাধ্যমের তথ্য অনু্যায়ী, আগামী মরশুমে মেসিকে দেখা যেতে পারে ওল্ড বয়েজে।যেখানে শুরু, সেখানেই শেষ। অর্জনের ঝুলিটা অনেকটাই পূর্ণ করে বিদায়বেলা আরও একবার হয়তো স্মৃতির পাতায় পেছনে ফিরে যেতে চান এলএমটেন।
তাই প্যারিসের বিলাসবহুল জীবনযাপন ছেড়ে আর্জেন্টিনার তথাকথিত গরিব ক্লাবে ক্যারিয়ারের ইতি টানতে চলেছেন লিও সেটা মোটামুটি পরিষ্কার। ঘটনাক্রমে ডিয়েগো ম্যারাডোনাও সেই ক্লাবের সিনিয়র দলের সদস্য ছিলেন। আর তার মৃত্যু পর ওসাসুনার বিরুদ্ধে গোল করে নিউয়েলসের জার্সি গায়েই তার প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন এলএমটেন।বিদায়বেলা গোধূলী লগ্নে হয়তো মেসির তরিটা আবারও ভিড়বে সেই পারানা নদীর তীরেই।