TRENDING:

আর্জেন্টিনার ক্লাবেই ফিরছেন মেসি! ছেলেবেলার শহরেই শেষ করবেন ফুটবল জীবন

Last Updated:

Lionel Messi can retire from childhood club Newells Old Boys next year in Argentina. আর্জেন্টিনার ক্লাবেই ফিরছেন মেসি! ছেলেবেলার শহরেই শেষ করবেন ফুটবল জীবন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#রোজারিও: কে বলে সাধারন মানুষ সুপারস্টার হয়ে গেলে ছোটবেলার স্মৃতি ভুলে যায়? সাফল্যের শীর্ষে উঠেও যারা ফিরে আসতে পারে শিকরের কাছে তাদের মানুষ অন্য চোখে দেখবেনই। সেরকমই লিওনেল মেসি। আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেস থেকে ৩০০ কিলোমিটার দূরের শহর রোজারিওর এক ক্লাব নিউয়েলস ওল্ড বয়েজ।
এই জার্সিতেই বিদায় নিতে পারেন মেসি
এই জার্সিতেই বিদায় নিতে পারেন মেসি
advertisement

পারানা নদীর তীরে অবস্থিত ১৫ লাখ জনসংখ্যার এই শহরেই বেড়ে উঠেছেন ফুটবলের এই জাদুকর। ৬ বছর বয়সে ১৯৯৪ সালে মেসি যোগ দিয়েছিলেন এই আর্জেন্টাইন ক্লাবে। আজকের মেসি হয়ে ওঠার পেছনে এই ক্লাবের অবদান অপূরণীয়। রোজারিওর প্রধান স্থানীয় ক্লাব নিউয়েলস ওল্ড বয়েজ যুবদলের হয়ে ছয় বছর খেলেছেন মেসি।

আরও পড়ুন - কাতার বিশ্বকাপে আবার মৃত্যু! সাংবাদিকের পর এবার জীবন গেল নিরাপত্তা রক্ষীর

advertisement

ক্যারিয়ার জুড়ে মাঠ মাতানোর পর আবার নিউয়েলস ওল্ড বয়েজে ফিরে যাচ্ছেন মেসি। এমনটাই জানিয়েছে জনপ্রিয় গণমাধ্যম মার্কা। স্প্যানিশ এই সংবাদমাধ্যমের তথ্য অনু্যায়ী, আগামী মরশুমে মেসিকে দেখা যেতে পারে ওল্ড বয়েজে।যেখানে শুরু, সেখানেই শেষ। অর্জনের ঝুলিটা অনেকটাই পূর্ণ করে বিদায়বেলা আরও একবার হয়তো স্মৃতির পাতায় পেছনে ফিরে যেতে চান এলএমটেন।

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

তাই প্যারিসের বিলাসবহুল জীবনযাপন ছেড়ে আর্জেন্টিনার তথাকথিত গরিব ক্লাবে ক্যারিয়ারের ইতি টানতে চলেছেন লিও সেটা মোটামুটি পরিষ্কার। ঘটনাক্রমে ডিয়েগো ম্যারাডোনাও সেই ক্লাবের সিনিয়র দলের সদস্য ছিলেন। আর তার মৃত্যু পর ওসাসুনার বিরুদ্ধে গোল করে নিউয়েলসের জার্সি গায়েই তার প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন এলএমটেন।বিদায়বেলা গোধূলী লগ্নে হয়তো মেসির তরিটা আবারও ভিড়বে সেই পারানা নদীর তীরেই।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
আর্জেন্টিনার ক্লাবেই ফিরছেন মেসি! ছেলেবেলার শহরেই শেষ করবেন ফুটবল জীবন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল