TRENDING:

একই দলে খেলবেন মেসি-রোনাল্ডো! উদ্যোগ নিলেন আর্জেন্টাইন তারকা

Last Updated:

Lionel Messi And Cristiano Ronaldo Likely To Team Up For Carlos Tevez Farewell Match: ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও লিওনেল মেসি একই দলে খেলছেন? এটা কি আদৌ সম্ভব? মনে হচ্ছে কার্লোস তেভেজ হয়তো এই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে চলেছেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও লিওনেল মেসি একই দলে খেলছেন? এটা কি আদৌ সম্ভব? মনে হচ্ছে কার্লোস তেভেজ হয়তো এই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে চলেছেন। প্রাক্তন আর্জেন্টাইন স্ট্রাইকার তেভেজ সম্প্রতি জানিয়েছেন, তিনি তার বিদায়ী ম্যাচে রোনাল্ডো ও মেসিকে একসঙ্গে খেলাতে চান। একটি বিশেষ ম্যাচ যা তার প্রায় দুই দশকের বর্ণাঢ্য ফুটবল কেরিয়ারের প্রতি শ্রদ্ধা নিবেদন হিসেবে আয়োজন করা হবে।
News18
News18
advertisement

তেভেজ ও মেসি ২০০৫ থেকে ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ এক দশক আর্জেন্টিনার হয়ে আন্তর্জাতিক ফুটবলে একসঙ্গে খেলেছেন। অন্যদিকে, তেভেজ ও রোনাল্ডো একসঙ্গে খেলেছেন ম্যানচেস্টার ইউনাইটেডে, যেখানে তেভেজ দুই মরশুম কাটানোর পর ২০০৯ সালে ম্যানচেস্টার সিটিতে যোগ দেন। স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘ওলগা’-কে দেয়া এক সাক্ষাৎকারে, মেসি ও রোনাল্ডোকে এক ম্যাচে একত্রিত করার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে, তেভেজ বলেন,“হ্যাঁ, আমি এটা করব। আমি সম্ভবত সত্যিই এটা করব। শুধু সময় ঠিক করতে হবে—এটা সহজ নয়।”

advertisement

আর্জেন্টাইন তারকাকে জিজ্ঞাসা করা হয়, বিদায়ী ম্যাচে মেসি ও রোনাল্ডো একসঙ্গে খেলবেন কি না—তেভেজ বললেন, “আমরা ওদের একসঙ্গে খেলাব।” তিনি আরও যোগ করেন, “আমি ওদের খুঁজে আনব। লিও অবশ্যই আসবে। রোনাল্ডো আমার ফোনে CR7 নামে সেভ করা আছে, আর লিও ‘এল এনানো’ নামে।”

তেভেজ আরও কিছু বিখ্যাত প্রাক্তন সতীর্থের নামও উল্লেখ করেন, যাদের তিনি এই বিশেষ দিনে পাশে পেতে চান। তিনি বলেন, “এক পাশে ভ্যান ডার সার, আর অন্য পাশে বুফন। সেন্টার ব্যাকে রিও ফার্ডিনান্ড, ভিডিচ, চিয়েলিনি ও বোনুচি থাকবে। প্যাট্রিস এভরা, সে তো আমার ভাই—ওকে অবশ্যই থাকতে হবে। মিডফিল্ডে পিরলো, পল স্কোলস, আর রোমান রিকুয়েলমে থাকবে। আর অবশ্যই রুনি।”

advertisement

আরও পড়ুন: MS Dhoni: ভারতীয় দলের কোন প্লেয়ারকে ‘শারাপোভা’ বলে ডাকেন ধোনি? জানা গেল মজাদার তথ্য

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

যদিও এখনও বিদায়ী ম্যাচের কোনও নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি। তেভেজ নিশ্চিত করেছেন যে এই ম্যাচটি হবে আর্জেন্টিনার ঐতিহ্যবাহী ক্লাব বোকা জুনিয়র্সের স্টেডিয়াম লা বোম্বোনেরা-তে—তেভেজের শৈশবের ক্লাব, যেখানে তিনি বর্তমানে কোচ হিসেবে কাজ করছেন।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
একই দলে খেলবেন মেসি-রোনাল্ডো! উদ্যোগ নিলেন আর্জেন্টাইন তারকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল