অনেকেই জানেন না, ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে ডিকির স্পেশাল কানেকশন ছিল। এই ব্রিটিশ আম্পায়ারের শেষের দিন সৌরভের দিন শুরু হয়েছিল। তা হলে একটু ভালভাবে জানা যাক ব্যাপারটা।
১৯৯৬ সাল। সৌরভ তখন ভারতীয় ক্রিকেট দলে ডেবিউ-এর জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। শেষমেশ ভারত বনাম ইংল্যান্ড সিরিজের লর্ডস টেস্টে সৌরভের সামনে এল সেই সুযোগ। ওই একই ম্য়াচে অভিষেক হয়েছিল টিম ইন্ডিয়ার আরও এক তরুণ ক্রিকেটারের। তিনি রাহুল দ্রাবিড়।
advertisement
অনেকেই জানেন না, ঘটনাচক্রে ওটাই ডিকি বার্ডের আম্পায়ারিং কেরিয়ারের শেষ ম্য়াচ ছিল। ওই টেস্টে সৌরভ এবং রাহুল সেঞ্চুরি করেন। সেই লর্ডস টেস্টে সৌরভ এবং রাহুলকে আউট করার জন্য ব্রিটিশ ক্রিকেটাররা নানারকম ফন্দি এঁটেছিলেন। তবে কোনও ভুয়ো আবেদনেই সায় দেননি ডিকি।
ওই টেস্টে সৌরভের বলে আউট হন ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার জ্যাক রাসেল। মজার তথ্য হল, ওটাই ছিল ডিকি বার্ডের আম্পায়ারিং কেরিয়ারে শেষ সিদ্ধান্ত। সেই ডিকি বার্ডের প্রয়াণে ক্রিকেট জগতে শোকের ছায়া নেমে এসেছে।
আরও পড়ুন- ”দাদা আর ইডেন আমার হৃদয়ে থাকবে চিরকাল…’ পুজোর কলকাতায় হাজির হরভজন
উল্লেখ্য, ১৯৭১ সালে ডিকির আম্পায়ারিং কেরিয়ার শুরু। মোট ৬৬ টেস্ট ম্য়াচ এবং ৬৯ ওয়ানডে ম্য়াচ পরিচালনা করেছিলেন। ৩টি বিশ্বকাপেও আম্পায়ারিং করেন।