TRENDING:

ডেভিস কাপে বিশ্বরেকর্ড লিয়েন্ডারের

Last Updated:

ডেভিস কাপে ইতিহাস গড়লেন লিয়েন্ডার । ভারতের এই টেনিস কিংবদন্তি বোপান্নার সাথে জুটি বেঁধে ৪৩ তম ডেভিস কাপে জয় পেয়েছেন ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: ডেভিস কাপে ইতিহাস গড়লেন লিয়েন্ডার  । ভারতের এই টেনিস কিংবদন্তি রোহন বোপান্নার সাথে জুটি বেঁধে ৪৩ তম ডেভিস কাপে জয় পেয়েছেন । এর সঙ্গেই বিশ্বরেকর্ড করলেন । ভাঙলেন নিকোলা পিয়েত্রানজেলির রেকর্ড, ইতালির নিকোলা জিতেছিলেন ৪২ বার । চিনের মো ইন গং-জে ইয়ং জুটিকে হারিয়ে গড়লেন এই নজির। বলাই বাহুল্য লিয়েন্ডার সর্বকালীন সেরা ডাবলস্ ও মিক্সড ডাবলস্ টেনিস খেলোয়াড় ।
advertisement

Photo : Twitter

চিনের বিরুদ্ধে ভারতকে লড়াইয়ে ফেরালেন লিয়েন্ডার । ভারত আপাতত ১-২ পিছিয়ে । এর আগে ০-২ পিছিয়ে ছিল ভারত । রামকুমার রামানাথন-সুমিত নাগলের পরাজিত হওয়ার পর ডেভিস কাপে ভারতের টিকে থাকতে গেলে এই জয় বিশেষ ভাবে দরকার ছিল । কয়েক দশক ধরে  লিয়েন্ডার পেজ ভারতের এক ও অন্যতম ডেভিস কাপ হিরো । লিয়েন্ডার পেজ প্রথম ডেভিস কাপ খেলেন ১৯৯০ এ জিশান আলির সাথে জুটি বেঁধে । পরবর্তী কালে মহেশ ভুূপতির সাথে জুটি বাঁধেন । জিসান আলি আজ টিমের কোচ আর মহেশ ভূপতি ক্যাপ্টেন ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

পেজ-ভূপতি জুটি ভারতকে একাধিক সাফল্য এনে দিয়েছে । নব্বইয়ের দশকের অপ্রতিরোধ্য় জুটি লি-হেশ । এক সঙ্গে ২৪ টি ম্যচ জেতার রেকর্ড করেছেন ।

বাংলা খবর/ খবর/খেলা/
ডেভিস কাপে বিশ্বরেকর্ড লিয়েন্ডারের