৬ রানে ম্যাচটি জিতে ফাইনালে উঠে গেছে লাহোর। ম্যাচে টসে জিতে আগে ব্যাট করে ৭ উইকেটে ১৬৮ রান তুলে লাহোর। শুরুটা ভালো ছিল না লাহোরের। মাত্র ৭ রানের মধ্যে ২ উইকেট হারায় তারা। শুরুর ধাক্কা সামলে আবদুল্লাহ শফিক ২৮ বলে ৫২ রানের ঝড়ো ইনিংস খেলেন। এরপর কামরান গুলাম ২৬ বলে ৩০, মোহাম্মদ হাফিজ ২৮ বলে ২৮ এবং সামিট প্যাটেল ১৮ বলে ২১ রান করেন। ১৯ ওভার শেষে লাহোরের স্কোর ছিল ৭ উইকেটে মাত্র ১৪১।
advertisement
তবে শেষ ওভারে ডেভিড ভিসার তাণ্ডবে ভাল সংগ্রহই পায় শাহিন আফ্রিদির দল। ওয়াকাস মাকসুদের করা সেই ওভারে ৩ ছক্কা ও এক চারে ভিসা তুলে নেন ২৭ রান। ১৬৯ রানের লক্ষ্যে খেলতে নেমে ৪৬ রানেই চার উইকেট হারায় ইসলামাবাদ। এরপর অ্যালেক্স হেলসের ২৯ বলে ৩৮ রান ও আজম খানের ২৮ বলে ৪০ রান স্বপ্ন দেখাচ্ছিল ইসলামাবাদকে। তাদের দুজনের বিদায়ের পর আসিফ আলীর কাধে পরে পুরো দায়িত্ব।
কিন্তু ২২ বলে ২৫ করে আসিফ শিকার হন হারিস রউফের, ঘুরে যায় ম্যাচ। শেষ ওভারে জয়ের জন্য ইসলামাবাদের প্রয়োজন ছিল ৮ রান। হাতে ছিল ২ উইকেট। ওই ওভারের প্রথম দুই বলে মোহাম্মদ ওয়াসিমকে কোনো রান দেননি ডেভিড ভিসা। তৃতীয় বলে ডাবল নিতে গিয়ে রানআউট হয়ে সাজঘরে ফেরেন ওয়াসিম। চতুর্থ বলে ভিসাকে উড়িয়ে মারতে গিয়ে ইসলামাবাদের সবশেষ উইকেট হিসেবে আব্দুল্লাহ শফিকের তালুবন্দি হন ওয়াকাস মাকসুদ।
লাহোর কালান্দার্স পায় ৬ রানের শ্বাসরুদ্ধকর জয়। ৮ বলে ২৮ রানের পর বল হাতে ২০ রানে ১ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন ভিসা। আগামীকাল রাত সাড়ে ৮টায় পিএসএলের সপ্তম আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে। লাহোরে অনুষ্ঠিতব্য ম্যাচটিতে লাহোর কালান্দার্সের প্রতিপক্ষ মুলতান সুলতানস। ২০২০ সালে রানার্স হয়েছিল লাহোর।
মুলতান গতবারের চ্যাম্পিয়ন। তাদের অধিনায়ক মহম্মদ রিজওয়ান। টি টোয়েন্টি বিশ্বকাপে যিনি অনবদ্য পারফর্ম করেছিলেন। এছাড়াও শান মাসুদ, ইমরান তাহির, ডেভিড উইলিদের মত বিশেষজ্ঞ টি টোয়েন্টি ক্রিকেটার রয়েছে তাদের। অন্যদিকে লাহোরের শাহিন আফ্রিদি, হাফিজ, ফখর জামান, হ্যারিস রউফ, ডেভিড ভিসার মত ক্রিকেটাররা রয়েছেন।