TRENDING:

PSL Final, Multan Sultans vs Lahore: ডেভিড ভিসার অনবদ্য পারফরমেন্সে পিএসএল ফাইনাল শাহিনের লাহোর কালান্দার্স

Last Updated:

Lahore Qalandars beat Islamabad United in last over to qualify for PSL final. নাটকীয় শেষ ওভারের জয়ে পিএসএল ফাইনালে মুলতানের মুখোমুখি লাহোর কালান্দর্স

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#লাহোর: লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে প্রচুর দর্শক হাজির ছিলেন ম্যাচটার জন্য। বেশ দুর্দান্ত ম্যাচ হল। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দ্বিতীয় এলিমিনেটরে শুক্রবার রাতে লাহোর কালান্দার্সের বিপক্ষে ১৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছিল ইসলামাবাদ ইউনাইটেড। ১৬তম ওভার শেষে ইসলামাবাদের সংগ্রহ ছিল ৬ উইকেটে ১৪৭ রান। ১৮ বলে ইসলামাদের প্রয়োজন ২২ রান। হাতে ৪ উইকেট। সেই সমীকরণ মেলাতে পারেনি ইসলামাবাদ।
শেষ ওভারের জয়ে পিএসএল ফাইনালে মুলতানের মুখোমুখি লাহোর কালান্দর্স
শেষ ওভারের জয়ে পিএসএল ফাইনালে মুলতানের মুখোমুখি লাহোর কালান্দর্স
advertisement

আরও পড়ুন - Gavaskar on Bhuvneshwar Kumar : গতি বাড়িয়েছে ভুবি! সিনিয়র পেসারের কামব্যাক দেখে খুব খুশি সুনীল গাভাসকার

৬ রানে ম্যাচটি জিতে ফাইনালে উঠে গেছে লাহোর। ম্যাচে টসে জিতে আগে ব্যাট করে ৭ উইকেটে ১৬৮ রান তুলে লাহোর। শুরুটা ভালো ছিল না লাহোরের। মাত্র ৭ রানের মধ্যে ২ উইকেট হারায় তারা। শুরুর ধাক্কা সামলে আবদুল্লাহ শফিক ২৮ বলে ৫২ রানের ঝড়ো ইনিংস খেলেন। এরপর কামরান গুলাম ২৬ বলে ৩০, মোহাম্মদ হাফিজ ২৮ বলে ২৮ এবং সামিট প্যাটেল ১৮ বলে ২১ রান করেন। ১৯ ওভার শেষে লাহোরের স্কোর ছিল ৭ উইকেটে মাত্র ১৪১।

advertisement

তবে শেষ ওভারে ডেভিড ভিসার তাণ্ডবে ভাল সংগ্রহই পায় শাহিন আফ্রিদির দল। ওয়াকাস মাকসুদের করা সেই ওভারে ৩ ছক্কা ও এক চারে ভিসা তুলে নেন ২৭ রান। ১৬৯ রানের লক্ষ্যে খেলতে নেমে ৪৬ রানেই চার উইকেট হারায় ইসলামাবাদ। এরপর অ্যালেক্স হেলসের ২৯ বলে ৩৮ রান ও আজম খানের ২৮ বলে ৪০ রান স্বপ্ন দেখাচ্ছিল ইসলামাবাদকে। তাদের দুজনের বিদায়ের পর আসিফ আলীর কাধে পরে পুরো দায়িত্ব।

advertisement

কিন্তু ২২ বলে ২৫ করে আসিফ শিকার হন হারিস রউফের, ঘুরে যায় ম্যাচ। শেষ ওভারে জয়ের জন্য ইসলামাবাদের প্রয়োজন ছিল ৮ রান। হাতে ছিল ২ উইকেট। ওই ওভারের প্রথম দুই বলে মোহাম্মদ ওয়াসিমকে কোনো রান দেননি ডেভিড ভিসা। তৃতীয় বলে ডাবল নিতে গিয়ে রানআউট হয়ে সাজঘরে ফেরেন ওয়াসিম। চতুর্থ বলে ভিসাকে উড়িয়ে মারতে গিয়ে ইসলামাবাদের সবশেষ উইকেট হিসেবে আব্দুল্লাহ শফিকের তালুবন্দি হন ওয়াকাস মাকসুদ।

advertisement

লাহোর কালান্দার্স পায় ৬ রানের শ্বাসরুদ্ধকর জয়। ৮ বলে ২৮ রানের পর বল হাতে ২০ রানে ১ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন ভিসা। আগামীকাল রাত সাড়ে ৮টায় পিএসএলের সপ্তম আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে। লাহোরে অনুষ্ঠিতব্য ম্যাচটিতে লাহোর কালান্দার্সের প্রতিপক্ষ মুলতান সুলতানস। ২০২০ সালে রানার্স হয়েছিল লাহোর।

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

মুলতান গতবারের চ্যাম্পিয়ন। তাদের অধিনায়ক মহম্মদ রিজওয়ান। টি টোয়েন্টি বিশ্বকাপে যিনি অনবদ্য পারফর্ম করেছিলেন। এছাড়াও শান মাসুদ, ইমরান তাহির, ডেভিড উইলিদের মত বিশেষজ্ঞ টি টোয়েন্টি ক্রিকেটার রয়েছে তাদের। অন্যদিকে লাহোরের শাহিন আফ্রিদি, হাফিজ, ফখর জামান, হ্যারিস রউফ, ডেভিড ভিসার মত ক্রিকেটাররা রয়েছেন।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
PSL Final, Multan Sultans vs Lahore: ডেভিড ভিসার অনবদ্য পারফরমেন্সে পিএসএল ফাইনাল শাহিনের লাহোর কালান্দার্স
Open in App
হোম
খবর
ফটো
লোকাল