ইংলিশ ফুটবলারদের হতাশা বাড়িয়ে দেন অধিনায়ক। পেনাল্টিতে ব্যর্থ হন হ্যারি কেন। ইংল্যান্ড অধিনায়কের আকাশে উড়িয়ে দেওয়া সেই কিক দেখে হাসিতে ফেটে পড়েন ফরাসি স্ট্রাইকার এমবাপে।
আরও পড়ুন- রোনাল্ডোর জন্য অনুশোচনা নেই! 'যা করেছি বেশ করেছি' বললেন পর্তুগাল কোচ সান্তোস
এমবাপের সেই অট্টহাসির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তবে শেষ হাসিও হাসলেন এবাপেরাই। ২-১ গোলে জয় তুলে নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে দিদিয়ের দেশঁর ছেলেরা।
advertisement
রবিবার ম্যাচের ১৭ মিনিটে অরিলিয়ে শুয়ামেনি এগিয়ে দেওয়ার পর দ্বিতীয়ার্ধে ফ্রান্সের লিড বাড়িয়ে দেন জিরুড। দ্বিতীয়ার্ধে ইংল্যান্ডকে সমতায় ফেরান কেন। তার পর অবশ্য পেনাল্টিতে তিনিই ভিলেন হয়ে যান।
আল বাইত স্টেডিয়ামে ৭৮ মিনিটে ফ্রান্সকে জিরুড এগিয়ে দেন। তার পর ইংরেজরা দাপুট নিয়ে খেলতে থাকে। সমতায় ফেরানোর সবরকম চেষ্টা করেও গোলের দেখা পাচ্ছিলেন না কেনরা। ঠিক সেই সময় সাউথগেটের দল পেনাল্টি পায়।
ম্যাচের ৮২ মিনিটে মাউন্টকে ফাউল করে বসেন থিও। রেফারি প্রথমে পেনাল্টি না দিলে জোরালো আবেদন করেন ইংরেজরা। ভার-এর সাহায্যে পেনাল্টির সিদ্ধান্ত নেন রেফারি। শেষ পর্যন্ত সেই সুযোগ কাজে লাগাতে পারেনি ইংল্যান্ড।
আরও পড়ুন- পর্তুগালের কোচকে এক হাত নিলেন জর্জিনা, সোশ্যাল মিডিয়ায় রোনাল্ডোর সমর্থণে গলা ফাটালেন
কেনের শট গোলপোস্টের অনেক উপর দিয়ে উড়ে যায়। ঠিক তখনই ক্যামেরায় ধরে এমবাপেকে। তাঁর যেন খুশি আর বাঁধ মানছিল না। শিশুসুলভ অট্টহাসিতে ফেটে পড়েন ফ্রেঞ্চম্যান। সেই ভিডিও ভাইরাল হয়েছএ। ১৪ ডিসেম্বর মরক্কোর বিরুদ্ধে ফাইনালের টিকিট পেতে নামবে গতবারের বিশ্বচ্যাম্পিয়ন দল ফ্রান্স।
