ক্রিকেটারদের সঙ্গে পরিচয় পর্ব দিয়ে কাজ শুরু হয় কুম্বলের। তারপর মিনিট খানেকের ভোকাল টনিক। ওয়েস্ট ইন্ডিজ সিরিজ-সহ আগামী মরশুমে ১৭টি টেস্টের ব্লু প্রিন্ট এবং রোড ম্যাপ বুঝিয়ে দেওয়া। প্রথম দিন কোচ কুম্বলের দর্শনে মুগ্ধ অধিনায়ক বিরাটও।
যে সফরে চোয়াল ভাঙা নিয়ে বল করেছিলেন, সেই দেশেই কোচ হিসেবে কাজ শুরু করবেন কুম্বলে। তাই ক্যারিবিয়ান সফরের আগে প্রস্তুতি শিবির চেয়েছিলেন জাম্বো। নতুন টিম কম্বিনেশন তৈরি করতে পরিকল্পনাও উপদেষ্টা কমিটির বৈঠকে জানিয়েছিলেন। কিন্তু তাঁর পরিকল্পনায় বাধ সাধতে চলেছে প্রকৃতি।
advertisement
আবহাওয়া দফতরের পূর্বাভাস আগামী ৫-৬ দিনও বৃষ্টিতে ভাসতে চলেছে কুম্বলের শহর। তাই মাঠের বদলে খাতায় কলমেই নতুন অঙ্ক কষতে চলেছেন জাম্বো।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 30, 2016 10:56 AM IST