TRENDING:

বেঙ্গালুরুতে প্রস্তুতি শিবির ভারতের, কাজ শুরু কোচ কুম্বলের

Last Updated:

কাজ শুরু করলেন কোচ কুম্বলের। বেঙ্গালুরুতে প্রস্তুতি শিবির ভারতের। বিরাটদের অনুশীলনে বৃষ্টি বাধা। এনসিএর ইন্ডোরেই কুম্বলে-বিরাট পরিচয় পর্ব।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বেঙ্গালুরু:   কাজ শুরু জাম্বোর। টিম ইন্ডিয়ার নতুন অধ্যায় ঢুকে পড়লেন অনিল কুম্বলে। ক্যারিবিয়ান সফরের প্রস্তুতি শিবির শুরু করল ভারত। কোচ হিসেবে মাঠে নামলেন ফ্যাব ফাইভের অন্যতম নক্ষত্র। তবে জাম্বোর প্রথম দিনের পরিকল্পনা কিছুটা হলেও ধাক্কা খেল বৃষ্টিতে। বৃষ্টির কারণে মাঠের বদলে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির ইন্ডোরে গা ঘামালেন বিরাট-শিখর-রাহানেরা।
advertisement

ক্রিকেটারদের সঙ্গে পরিচয় পর্ব দিয়ে কাজ শুরু হয় কুম্বলের। তারপর মিনিট খানেকের ভোকাল টনিক। ওয়েস্ট ইন্ডিজ সিরিজ-সহ আগামী মরশুমে ১৭টি টেস্টের ব্লু প্রিন্ট এবং রোড ম্যাপ বুঝিয়ে দেওয়া। প্রথম দিন কোচ কুম্বলের দর্শনে মুগ্ধ অধিনায়ক বিরাটও।

যে সফরে চোয়াল ভাঙা নিয়ে বল করেছিলেন, সেই দেশেই কোচ হিসেবে কাজ শুরু করবেন কুম্বলে। তাই ক্যারিবিয়ান সফরের আগে প্রস্তুতি শিবির চেয়েছিলেন জাম্বো। নতুন টিম কম্বিনেশন তৈরি করতে পরিকল্পনাও উপদেষ্টা কমিটির বৈঠকে জানিয়েছিলেন। কিন্তু তাঁর পরিকল্পনায় বাধ সাধতে চলেছে প্রকৃতি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভিডিও দিলেই ভাইরাল, সমাজ মাধ্যাম কাঁপিয়ে দিচ্ছে খুদে! 'ফ্যান' প্রসেনজিৎ, শিলাজিত
আরও দেখুন

আবহাওয়া দফতরের পূর্বাভাস আগামী ৫-৬ দিনও বৃষ্টিতে ভাসতে চলেছে কুম্বলের শহর। তাই মাঠের বদলে খাতায় কলমেই নতুন অঙ্ক কষতে চলেছেন জাম্বো।

বাংলা খবর/ খবর/খেলা/
বেঙ্গালুরুতে প্রস্তুতি শিবির ভারতের, কাজ শুরু কোচ কুম্বলের