TRENDING:

কুম্বলে না শাস্ত্রী ? কোচ হওয়ার দৌড়ে কার পাল্লা ভারী ?

Last Updated:

ভারতীয় দলের হেড কোচ কে হবেন ? এই নিয়ে প্রায় এক মাসেরও বেশি সময় ধরে চলছে নানা জল্পনা ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ধরমশালা:  ভারতীয় দলের হেড কোচ কে হবেন ? এই নিয়ে প্রায় এক মাসেরও বেশি সময় ধরে চলছে নানা জল্পনা ৷ কোচের পদে প্রথমে ৫৭টি বায়োডেটা জমা পড়লেও সেখান থেকে কাটছাঁট করে শেষপর্যন্ত তা দাঁড়ায় ২১টি-তে ৷ কিন্তু ইন্টারভিউ পর্বে সেখান থেকে মেরেকেটে মাত্র ৮-১০-এ এসে দাঁড়ায় ৷ কারণ ভারতীয় ক্রিকেটের হেড কোচের পদে এখন মূল লড়াইটা এসে দাঁড়িয়েছে কুম্বলে এবং শাস্ত্রীর মধ্যে ৷ মঙ্গলবার অবধিও যে রেসে অনেকটাই এগিয়ে ছিলেন কুম্বলে ৷ কিন্তু বুধবারের পর আবার দাঁড়িপাল্লার লড়াইয়ে সমান-সমান শাস্ত্রী এবং কুম্বলে ৷
advertisement

হঠাৎ কী এমন ঘটল যে আবার কোচ হওয়ার দৌড়ে এগিয়ে গেলেন রবি শাস্ত্রী ? ওয়াকিবহল মহলের ধারণা এব্যাপারে ভারতীয় টেস্ট দলের অধিনায়ক কোহলি ভূমিকা গুরুত্বপূ্র্ণ ৷ সৌরভ গঙ্গোপাধ্যায় এবং ভিভিএস লক্ষ্মণের ভোট তাঁদের একসময়ের সতীর্থ কুম্বলের দিকে গেলেও মনে করা হচ্ছে কোহলির ভোট শাস্ত্রীর দিকেই ঝুঁকে ৷ আর এব্যাপারে তাঁকে মেঘের আড়াল থেকে সমর্থন করছেন সচিন তেন্ডুলকর ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

আজ বিকেল পাঁচটায় ধরমশালার বোর্ড মিটিংয়েই ঠিক হয়ে যাবে ভারতের হেড কোচের নাম ৷ এখানে গুরুত্বপূর্ণ ভূমিকাটা নিতে চলেছেন অবশ্যই বিরাট কোহলি ৷ কারণ তাঁর কথাই কোচ বাছাইয়ের ক্ষেত্রে শেষ কথা হতে চলেছে বলে মনে করছেন বোর্ডের একাংশ ৷ আবার এমনটাও হতে পারে, শাস্ত্রী বা কুম্বলে কেউই কোচ হলেন না, টম মুডির মতো কোনও বিদেশিকেই কোচ হিসেবে বেছে নেওয়া হল ৷

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
কুম্বলে না শাস্ত্রী ? কোচ হওয়ার দৌড়ে কার পাল্লা ভারী ?