আসলে ভারত-পাকিস্তান ম্যাচের আগে বিরাট কোহলিকে নিশানা করতে গিয়ে তাঁর স্ত্রীকে কটাক্ষ করেছিলেন কেআরকে। শুধু তাই নয়, বিরাট কোহলিকে দলে নেওয়া নিয়েও প্রশ্ন তুলেছেন কেআরকে।
আরও পড়ুন- সারাদিন শুধু ক্রিকেট! পড়াশোনা কতদূর হার্দিক পান্ডিয়ার! জেনে নিন
কেআরকে প্রথমে অনুষ্কা এবং বিরাটকে নিয়ে একটি কটূক্তি করেছেন। আসলে, একটি সাক্ষাত্কারের সময় বিরাট নিজের বিষণ্ণতার কথা বলেছিলেন। এবার ওই বিষয়ে কেআরকে টুইট করে লিখেছেন- 'বিরাট কোহলি ভারতের প্রথম ক্রিকেটার যাঁর হতাশাগ্রস্থ হওয়ার সমস্যা রয়েছে। হিরোইনকে বিয়ে করার ফল। অনুষ্কা নিশ্চয়ই ওর মাথায় এই হতাশার ব্যাপারটা ঢুকিয়েছে। তবে প্রচুর সমালোচনার পর ওই টুইট ডিলিট করে দেন কেআরকে।
advertisement
কেআরকে এখানেই থেমে থাকেননি। তিনি আরও একটি টুইট করেছেন এবং লিখেছেন- 'উত্তর ভারতের ছেলে বিরাট কোহলি। মানসিকভাবে অনেক দৃঢ়। কীভাবে হতাশার সমস্যায় আক্রান্ত হয়েছিল ও!'
এর পরে তিনি আবার একটি ফলোআপ টুইট করেন। এমনকী ভারতীয় নির্বাচকদেরও প্রশ্ন করেছেন তিনি। কেআরকে লিখেছেন- 'আমি বুঝতে পারছি না, যখন বিরাট কোহলি নিজেই বলেছিলেন তিনি হতাশাগ্রস্থ, তা হলে এশিয়া কাপে কেন ওকে দলে রাখা হল! নির্বাচকদেরও কি হতাশার সমস্যা আছে?'
কেআরকে-র এই টুইটের পর মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অনেকে অসন্তোষ প্রকাশ করলেও কেউ কেউ তাঁকেনিয়ে ঠাট্টাও করেছেন।