TRENDING:

Asia Cup 2022: কমেন্ট্রি চলাকালীন ধাঁই করে ব্যাট চালিয়ে দিলেন শ্রীকান্ত! কনুই কি ভাঙল নাকি বাদানির, ভাইরাল ভিডিও

Last Updated:

বাদানি ব্যাথা নিয়েও কাজ চালাতে চেষ্টা করেন৷ কনুইয়ের যন্ত্রণায় স্টুডিও ছেড়ে বেরিয়ে যান৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: প্রাক্তন ভারতীয় ক্রিকেটার  হেমাঙ্গ বাদানি বড় চোট পেলেন এশিয়া কাপের সময়৷ না ম্যাচ খেলার জন্য বা মাঠে থেকে নয়, স্টুডিওতে কমেন্ট্রি করার সময় অর্থাৎ ধারাভাষ্য করার সময়ে চোট পেয়ে গেলেন৷ শনিবার কমেন্ট্রি চলছিল সম্প্রচারকারী চ্যানেলর৷ সেদিন সেসময় এশিয়া কাপের প্রি ম্যাচ শো চলছিল৷ ওপেনিং ম্যাচে শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান ছিল৷ আর বাদানির সঙ্গে এই কাণ্ডটা ঘটালেন আরও এক প্রাক্তন তারকা ৮৩ বিশ্বকাপজয়ী দলের সদস্য কৃষ্ণমাচারি শ্রীকান্ত৷
kris srikkanth accidentally hits hemang badani
kris srikkanth accidentally hits hemang badani
advertisement

কৃষ্ণমাচারি শ্রীকান্ত ও বাদানি স্টার স্পোর্টসের তামিল ভাষার জন্য কমেন্ট্রি করছিলেন৷ সে সময়ে  শ্রীকান্ত ব্যাট দিয়ে শট বোঝাতে গিয়ে ধাঁই করে ব্যাট চালিয়ে দেন৷ বাদানি প্রচণ্ড ব্যাথায় চোখ বন্ধ করে ফেলেন৷ তিনি কনুইতে হাত ঘষছেন দেখা যায়৷ বাদানি ব্যাথা নিয়েও কাজ চালাতে চেষ্টা করেন৷ কনুইয়ের যন্ত্রণায় স্টুডিও ছেড়ে বেরিয়ে যান৷

advertisement

৪৫ বছরের হেমাঙ্গ বাদানি দেশের জার্সিতে ৪০ টি একদিনের ম্যাচ খেলেছেন৷ সকলেই এই বাদানির চোটের পরেই তাঁর কনুই ভেঙে গেছে কিনা প্রশ্ন শুরু করেন৷ অবশেষে সকলকে শান্তি দিতে আপডেট দেন হেমাঙ্গ বাদানি নিজেই৷ নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে নিজের কনুইয়ের চোট নিয়ে আপডেট দেন ৷

advertisement

তিনি লেখেন, ‘‘ যাঁরা জিজ্ঞাসা করছেন আমি কেমন আছি? আমার অসহ্য যন্ত্রণা করছে কিন্তু সৌভাগ্য কোনও ফ্র্যাকচর নেই৷ এটা একটা ট্রমা আর আমার চিকিৎসা চলছে৷ আশা করছি তাড়াতাড়ি সেরে উঠব আর সেটে ফিরব৷ ’’

advertisement

আরও পড়ুন -  ‘‘জোর যার মুলুক তার’’- ১৪ টি সিংহীর বিরুদ্ধে একা লড়ল একটি হাতি, তারপর, ভাইরাল ভিডিও

আফগানিস্তান সেদিনের ম্যাচে শ্রীলঙ্কাকে ৮ উইকেটে ওপেনিং ম্যাচে হারিয়ে দিয়ে এশিয়া কাপ ২০২২ এ অভিযান শুরু করেছে৷  এদিনের ম্যাচে আফগানিস্তান ফিল্ডিং বেছে নেয়৷ বাঁ হাতি পেসার ফাজালহক ফারুকি বোলিং ফিগার  ৩-১১ নিজের সাইডের হয়ে করেন৷ শ্রীলঙ্কা এদিন মাত্র ১০৫ রান করেই অল আউট হয়ে যায়৷

advertisement

জবাবে হজরতুল্লাহ জাজাই  অপরাজিত ৩৭ রান করেন, উইকেটকিপার ব্যাটসম্যান রহমানল্লাহ গুরবাজ ৪০ রান করেন৷ তাঁদের ওপেনিং পার্টনারশিপে ৮৩ রান ওঠে৷  ওপেনিং উইকেটে শ্রীলঙ্কার বোলারদের বিরুদ্ধে তারা ধামাল পারফরম্যান্স করেন৷

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

একদম শেষে আফগানিস্তান ৫৯ বল বাকি থাকতে ম্যাচ জিতে যায়৷ এর মধ্যে ভারত নিজেদের চির প্রতিদ্বন্দ্বীদের দ্বিতীয় ম্যাচে ৬ উইকেটে জিতে যায় ৷

বাংলা খবর/ খবর/খেলা/
Asia Cup 2022: কমেন্ট্রি চলাকালীন ধাঁই করে ব্যাট চালিয়ে দিলেন শ্রীকান্ত! কনুই কি ভাঙল নাকি বাদানির, ভাইরাল ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল