কিন্তু মেগা হাইভোল্টেজ ম্যাচের আগে বিন্দাস মুডে পাওয়া গেল গোটা কেকেআর দলকে। রবিবার লখনউয়ের বিরুদ্ধে ম্যাচের একদিনের মধ্যেই ফের ম্যাচ। সেই কারণে সোমবার অনুশীলন রাখেননি গৌতম গম্ভীর, চন্দ্রকান্ত পণ্ডিতরা। অনুশীলন না থাকায় সুইমিং পুলে সময় কাটাল গোটা দল। নিজেদের মধ্যে বন্ডিং আরও ভাল তৈরি করার জন্যই এই উদ্যোগ কেকেআর টিম ম্যানেজমেন্টের।
advertisement
কেকেআরের তরফ থেকে প্লেয়ারদের পুল সেশনের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়। য়েখানে বিন্দাস মুডে পাওয়া গেল সুনীল নারিন, আন্দ্রে রাসেল থেকে শুরু করে ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং, মিচেল স্টার্কদের। পুল সেশনে নানা অ্যাক্টিভিটিও করেন ক্রিকেটরার। যেই সকল ছবি ঝড় তুলেছে নেট দুনিয়ায়।
প্রসঙ্গত, কেকেআরের এমন সিদ্ধান্তের পিছনে যুক্তিসঙ্গত কারণ রয়েছে। রবিবার দুপুরের ম্যাচে কলকাতার তীব্র গরমে খেলে ক্লান্ত প্লেয়াররা। তাই মাঝের একটা দিন বিশ্রাম নিলে মঙ্গলবার ম্যাচে অনেক বেশি সতেজ হয়ে মাঠে নামবে সকলে। এছাড়া মরশুমের শুরু থেকেই এই দল একসঙ্গে অনুশলন করছে। যার ফলে একদিন অনুশীলন না করলে তেমন কোনও বড় ক্ষতি হবে না বলেই মনে করছে কেকেআর টিম ম্যানেজমেন্ট।