TRENDING:

East Bengal: কলকাতা লিগে ভাঙাচোরা খিদিরপুরকে হারিয়ে খেতাব দৌড়ে ফেরার লক্ষ্যে ইস্টবেঙ্গল

Last Updated:

লিগ এখনও ওপেন। জিততে পারে যে কোনও দল, বলছেন বিনো জর্জ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পারাদীপ ঘোষ, কলকাতা: মহমেডান ম্যাচের ভুল আর করতে চায় না ইস্টবেঙ্গল। ভাঙাচোরা খিদিরপুরের বিরুদ্ধে নিজেদের মাঠে নামার আগে তাই রিজার্ভ বেঞ্চের ফুটবলারদেরই প্রাধান্য দিচ্ছেন কোচ বিনো জর্জ। খিদিরপুর ম্যাচের তিনটে পয়েন্ট বদলে দিতে পারে লিগ টেবিলের ওঠা পড়া। তাকিয়ে থাকতে হবে কিশোরভারতী স্টেডিয়ামে মহমেডান বনাম ডায়মন্ড হারবার ম্যাচের দিকেও। তবে ইস্টবেঙ্গল কোচ মানছেন একটা তিন পয়েন্ট বদলে দেবে ফুটবলারদের আত্মবিশ্বাস। তাই মঙ্গলবার নিজেদের মাঠে খিদিরপুরের বিরুদ্ধে জয় তুলে নিতে মরিয়া ইস্টবেঙ্গল।
কলকাতা লিগে ভাঙাচোরা খিদিরপুরকে হারিয়ে খেতাব দৌড়ে ফেরার লক্ষ্যে ইস্টবেঙ্গল (Photo Courtesy: East Bengal)
কলকাতা লিগে ভাঙাচোরা খিদিরপুরকে হারিয়ে খেতাব দৌড়ে ফেরার লক্ষ্যে ইস্টবেঙ্গল (Photo Courtesy: East Bengal)
advertisement

জেসিন, রোশালদের পারফরম্যান্স স্বস্তি দিচ্ছে লাল হলুদকে। খিদিরপুর ম্যাচে ইস্টবেঙ্গলের সম্ভাব্য প্রথম একাদশে ফিরতে পারেন দীপ সাহা। তবে অভিষেক কুঞ্জাম ও আমন সিকে-কে চোটের জন্য পাবেন না বিনো জর্জ।

আরও পড়ুন-কিশোরভারতীতে আজ বদলার ম্যাচ ! সুপার সিক্সে মুখোমুখি ডায়মন্ড ও মহমেডান

খাতায়-কলমে কলকাতা লিগ এখনও ওপেন। তবে মহমেডানের বিরুদ্ধে অপ্রত্যাশিত হারের পর খেতাব দৌড়ে অনেকটাই পিছিয়ে পড়েছে লাল হলুদ। এই অবস্থায় মঙ্গলবার নিজেদের মাঠে সুপার সিক্সের পরবর্তী ম্যাচ খেলতে নামছে ইস্টবেঙ্গল। প্রতিপক্ষ সুপার সিক্সের দুর্বলতম খিদিরপুর।

advertisement

খিদিরপুরের বিরুদ্ধে তিন পয়েন্ট তুলে আবারও দলকে খেতাব দৌড়ে ফিরিয়ে আনার চেষ্টায় মরিয়া কোচ বিনো জর্জ। গ্রুপ পর্যায়ে যে সকল ফুটবলাররা খেলেছিলেন, তারা অধিকাংশই ক্লাব ছেড়েছেন। ফলে সুপার সিক্স পর্যায়ে দল গড়তে হিমশিম খাওয়ার অবস্থা খিদিরপুরের। এই অবস্থায় ইস্টবেঙ্গলের বিরুদ্ধে পয়েন্টের আশা করছেন না খিদিরপুরের কর্তা অমিতাভ বিশ্বাস বা আকাশ দাসরা। সম্মানজনক ভাবে ম্যাচ শেষ করতে পারাটাই তাদের কাছে অনেক।

advertisement

আরও পড়ুন- একটা সুপারহিট ছবির জন্য আকুল অপেক্ষা; কেন ৪ বছর ধরে কোনও ছবিতে দেখা যাচ্ছে না? খোলসা করলেন এই তারকা অভিনেতা

সেরা ভিডিও

আরও দেখুন
শেষ সুবর্ণ সুযোগ! হাতছাড়া হলে কেঁদে কুল পাবেন না...
আরও দেখুন

অন্যদিকে একটা জয় দলের চেহারা পাল্টে দেবে, এই আশা ভরসাতেই  গিল, অতুল উন্নিকৃষ্ণণন, জেসিন টিকেদের তাতাচ্ছেন কোচ বিনো জর্জ। ইস্টবেঙ্গলের সিনিয়র ফুটবলারদের খিদিরপুরের বিরুদ্ধে খেলার সম্ভাবনা কম। খিদিরপুর জয় করতে মঙ্গলবার কেরালাইট কোচ ফিরে যাবেন পুরনো ফর্মুলাতেই। মহীতোষ, নিরঞ্জনের মতো জুনিয়রদের ওপরেই ভরসা রাখবেন বলেই ক্লাব সূত্রে খবর। ইস্টবেঙ্গল ক্লাবের মাঠে ম্যাচ শুরু দুপুর তিনটেয়।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
East Bengal: কলকাতা লিগে ভাঙাচোরা খিদিরপুরকে হারিয়ে খেতাব দৌড়ে ফেরার লক্ষ্যে ইস্টবেঙ্গল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল