জেসিন, রোশালদের পারফরম্যান্স স্বস্তি দিচ্ছে লাল হলুদকে। খিদিরপুর ম্যাচে ইস্টবেঙ্গলের সম্ভাব্য প্রথম একাদশে ফিরতে পারেন দীপ সাহা। তবে অভিষেক কুঞ্জাম ও আমন সিকে-কে চোটের জন্য পাবেন না বিনো জর্জ।
আরও পড়ুন-কিশোরভারতীতে আজ বদলার ম্যাচ ! সুপার সিক্সে মুখোমুখি ডায়মন্ড ও মহমেডান
খাতায়-কলমে কলকাতা লিগ এখনও ওপেন। তবে মহমেডানের বিরুদ্ধে অপ্রত্যাশিত হারের পর খেতাব দৌড়ে অনেকটাই পিছিয়ে পড়েছে লাল হলুদ। এই অবস্থায় মঙ্গলবার নিজেদের মাঠে সুপার সিক্সের পরবর্তী ম্যাচ খেলতে নামছে ইস্টবেঙ্গল। প্রতিপক্ষ সুপার সিক্সের দুর্বলতম খিদিরপুর।
advertisement
খিদিরপুরের বিরুদ্ধে তিন পয়েন্ট তুলে আবারও দলকে খেতাব দৌড়ে ফিরিয়ে আনার চেষ্টায় মরিয়া কোচ বিনো জর্জ। গ্রুপ পর্যায়ে যে সকল ফুটবলাররা খেলেছিলেন, তারা অধিকাংশই ক্লাব ছেড়েছেন। ফলে সুপার সিক্স পর্যায়ে দল গড়তে হিমশিম খাওয়ার অবস্থা খিদিরপুরের। এই অবস্থায় ইস্টবেঙ্গলের বিরুদ্ধে পয়েন্টের আশা করছেন না খিদিরপুরের কর্তা অমিতাভ বিশ্বাস বা আকাশ দাসরা। সম্মানজনক ভাবে ম্যাচ শেষ করতে পারাটাই তাদের কাছে অনেক।
অন্যদিকে একটা জয় দলের চেহারা পাল্টে দেবে, এই আশা ভরসাতেই গিল, অতুল উন্নিকৃষ্ণণন, জেসিন টিকেদের তাতাচ্ছেন কোচ বিনো জর্জ। ইস্টবেঙ্গলের সিনিয়র ফুটবলারদের খিদিরপুরের বিরুদ্ধে খেলার সম্ভাবনা কম। খিদিরপুর জয় করতে মঙ্গলবার কেরালাইট কোচ ফিরে যাবেন পুরনো ফর্মুলাতেই। মহীতোষ, নিরঞ্জনের মতো জুনিয়রদের ওপরেই ভরসা রাখবেন বলেই ক্লাব সূত্রে খবর। ইস্টবেঙ্গল ক্লাবের মাঠে ম্যাচ শুরু দুপুর তিনটেয়।