আরসিবি ও এলএসজির বিতর্কিত ম্যাচের পর অনেকটা সময় কেটে গেলেও কোহলি-গম্ভীর নিয়ে আলোচনা থামেনি। কিন্তু অনেকেই মনে করেছিলেন বিরাট কোহলি ও নবীন উল হকের দ্বন্দ্বের শেষ মাঠেই হয়ে গিয়েছে। কিন্তু না। মঙ্গলবারও কোহলিকে নাম না করে খোঁচা দিলেন নবীন উল হক। নিজের ইনস্টা স্টোরিতে এক পোস্ট শেয়ার করেছেন আফগান তারকা। যা থেকেই কোহলি-নবীন ঝামেলার আগুনে ঘৃতাহুতি হয়েছে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। নবীন তার ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, ‘তোমার যা প্রাপ্য, তুমি সেটাই পাবে। এটি এমনই হওয়া উচিত এবং এটি এভাবেই হয়।’ নবীনের এই পোস্ট কোহলিকে উদ্দেশ্যে করেই বলে মনে করছেন অনেকে। এছাড়াও সূত্রের খবর নবীন ঘনিষ্ঠ মহলে বলেছেন, ‘আমি এখানে আইপিএল খেলতে এসেছি, কারও কাছ থেকে গালাগাল খেতে নয়।’
advertisement
আরও পড়ুনঃ IPL 2023: যুবরাজ-পাঠানদের খিদে মেটাতে কী হাল হয়েছিল প্রীতি জিন্টার, ১৪ বছর পর 'রহস্য ফাঁস'
যদিও খেলা শেষের পর থেকে নবীন উল হক বা গৌতম গম্ভীরকে নিয়ে সরাসরি আর কোনও রকম প্রতিক্রিয়া দেননি বিরাট কোহলি। কিন্তু কোহলিও একটি ইনস্টা স্টোরি শেয়ার করেছেন। সেখানে লিখেছেন, আমরা যা শুনি তা সত্য নয়, মতামত। আমরা যা দেখি তা সত্য নয়, দৃষ্টিকোণ'।এর নিচে মার্কাস অস্ট্রালিসের নামও লিখেছেন বিরাট। অর্থাৎ এর থেকে প্রমাণিত উক্তিটি প্রাক্তন রোমান সম্রাট মার্কাসের। এছাড়া আরসিবির শেয়ার করা ভিডিওতে কোহলিকে বলতে শোনা গিয়েছে, “এটা খুব মিষ্টি একটা জয়। খুব মিষ্টি জয়। ইট মারলে পাটকেল খেতে হবে না? সেটা খেতে না জানলে ইট মারা তো উচিত নয়।” তবে এই দুটি বক্তব্য গম্ভীর বা নবীনের উদ্দেশ্যে কিনা তা নিয়ে কিছু বলেননি কোহলি।