ভারত- ৮৫/ ৫ ( ১৫.৩ ওভার)
ভারত জয়ী ৫ উইকেটে
#ঢাকা: মীরপুরের উইকেট যে ব্যাটিং-এর জন্য একেবারে আদর্শ ছিল না , সেব্যাপারে সব পক্ষই এখন একমত ৷ মাত্র ৮৩ রানে আফ্রিদিরা গুড়িয়ে যাওয়ার পর ভারতের ইনিংসের শুরুটাও একেবারেই ভালো হয়নি ৷ দুই ওপেনার অজিঙ্ক রাহানে এবং রোহিত শর্মা কোনও রান না করেই প্যাভিলিয়ানে ফেরেন ৷ মাত্র ৮ রানে ৩ উইকেট চলে যাওয়ার পর দলের ব্যাটিংয়ের হাল ধরেন বিরাট ৷কিন্তু ব্যক্তিগত ৪৯ রানে মহম্মদ আমেরের বলে এলবিডব্লিউ হওয়াটা একেবারেই পছন্দ হয়নি ভারতের টেস্ট অধিনায়কের ৷ আম্পায়ারের সিদ্ধান্তে যে তিনি অখুশি সেটা ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে এসে কিছুটা ঘুরিয়েই বললেন কোহলি৷তিনি বলেন, ‘‘মহম্মদ আমেরকে অভিনন্দন জানাই। ও দারুণ বল করছিল।’’
advertisement
আমের যখন ভারতকে চেপে ধরার কাজটা করছিল, তখন কি পালটা মারের খেলা শুরু করেছিলেন ? এই প্রশ্নের উত্তরে কোহলি বলেন, ‘‘আমি সাধারণত তিন নম্বরে ব্যাট করতে নেমে কাউন্টার অ্যাটাকের কাজটাই করি। কিছু ক্ষেত্রে পরিস্থিতিকে গুরুত্ব দিতেই হয়। এবং সেই ভাবেই খেলতেও হয়।’’ কোহলি আরও বলেন, ‘‘আগের ম্যাচে আমি যেভাবে ফিরে গিয়েছি, তাতে নিজেই নিজের উপরে সন্তুষ্ট ছিলাম না। পাকিস্তানের বিরুদ্ধে পরিস্থিতিকে গুরুত্ব দিয়েছিলাম। আগের ম্যাচে যা ভুল করেছিলাম, সেই ভুল সংশোধন করার চেষ্টা করি,’’ ৷