প্রথম দিনের খেলা শেষে স্কোর
#বিশাখাপত্তনম: ইংল্যান্ডের বিরুদ্ধে গত বেশ কয়েকবছর টেস্ট সিরিজে একেবারেই ভাল ফল করেনি ভারত ৷ একের পর এক টেস্ট সিরিজ হারের পর এবছর অবশ্য সিরিজ শুরুর আগের থেকেই বিরাটের ভারতকেই এগিয়ে রাখা হচ্ছিল ৷ কিন্তু রাজকোটের প্রথম টেস্টের প্রথম দিন থেকেই সব হিসেব যেন উলোটপালট হয়ে গিয়েছে ৷ কোনওমতে বিরাটরা প্রথম টেস্ট ড্র রাখার পর এবার ইংল্যান্ডকে আর ‘আন্ডারডগ’ বলা যাচ্ছে না ৷
advertisement
বৃহস্পতিবার বিশাখাপত্তনমে দ্বিতীয় টেস্টের শুরুটাও খুব একটা ভাল হয়নি ভারতের ৷ গম্ভীরের বদলে সুযোগ পাওয়া ওপেনার লোকেশ রাহুল (০) এবং দলের ইনফর্ম ব্যাটসম্যান মুরলী বিজয় (২০) রান পাননি ৷ ওপেনাররা চূড়ান্ত ব্যর্থ হওয়ার পরই ভারতের ইনিংসের হাল ধরেন পূজারা (১১৯) এবং কোহলি (১৫১*) ৷ রাজকোটে ফর্ম এই টেস্টেও ধরে রাখতে সফল দুই ব্যাটসম্যানই ৷ প্রথম দিনেই জোড়া শতরানে দিনের শেষে কিছুটা স্বস্তিতে ভারত ৷ অ্যান্ডারসনের বলে স্টাম্পসের কিছুক্ষণ আগে রাহানে (২৩) আউট না হলে স্কোরবোর্ড আরও ভাল দেখাত ভারতের ৷অধিনায়ক বিরাট অবশ্য ১৫১ রান করে এখনও নট আউট রয়েছেন ৷
রাজকোটের ঠিক উল্টো ছবি হবে না তো ভাইজ়্যাগে! আশঙ্কাটা সকাল থেকেই ছিল। টসের সময় ভারত অধিনায়ক বিরাট কোহলি বলেনন, ব্যাটিং করতে বেশ অসুবিধা হবে এউ পিচে। লাঞ্চের মধ্যে দু’উইকেট পড়ার পর চিন্তা আরও বেড়েই গিয়েছিল ভারতীয় শিবিরের ৷ কিন্তু দ্বিতীয় সেশনে পরিস্থিতি দ্রুত সামাল দেন পূজারা এবং বিরাট ৷
Photo Courtesy : AP