কিন্তু পরে ইংল্যান্ড অধিনায়কের এহেম আচরণের কারণ জানা যায়। যা জানার পর রাগ নয়, বাটলারের প্রতি সম্মানই জন্মেছে নেটিজেনদের। আসলে ট্রফি জয়ের পর কিছুক্ষণ সেলিব্রেশন করার পর শ্যাম্্পেন খোলার মুহূর্ত ছিল। ইসলামের আদর্শ মেনে আদিল রশিদ ও মইন আলি অ্যালকোহল থেকে দূরে থাকেন। তাই শ্যাম্পেন সেলিব্রেশনের সময় মইন ও রাশিদকে তা আগে থেকে জানিয়ে দেন বাটলার। তাই তারা স্টেজ থেকে নেমে যান।
advertisement
সতীর্থদের ধর্মীয় ভাবাবেগের কথা যেওই রকম উচ্ছ্বাসের মুহুর্তেও মনে রেখেছেন জস বাটলার তা সকলের মন জয় করে নেয়। নেটিজেনরাও বাটলারের এই সচেতনতার জন্য তার প্রশংসা করেছেন। তিনি প্রকৃতপক্ষে যথার্থ দলনেতা এই ঘটনাও তার অন্যতম প্রমাণ হিসেবে দেখছেন সকলে।
আরও পড়ুনঃ টি-২০ ক্রিকেটে লাগাতার কোহলি রাজ, সকলের থেকে অনেক এগিয়ে বিরাট
প্রসঙ্গত, টি-২০ বিশ্বকাপ ২০২২ ফাইনালে মেলবোর্নে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন জস বাটলার। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ১৩৭ রান করে পাকিস্তান। সর্বোচ্চ ৩৮ রান করেন শান মাসুদ ও ৩২ রান করেন বাবর আজম। ৩ উইকেট নেন স্যাম কুরান। রান তাড়া করতে নেমে ১ ওভার বাকি থাকতেই ৫ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে যায় ইংল্যান্ড। ৫২ রানের ম্যাচ উইনিং ইনিংস খেলেন বেন স্টোকস।