প্রথম ইনিংসে কেএল রাহুল ১৬৮ বলে ১৫টি চার ও একটি ছক্কার সাহায্যে ১১৬ রানের ইনিংস খেলেন, যা ভারত এ দলের ৩৪৮ রানের সংগ্রহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দ্বিতীয় ইনিংসে তিনি ৬৪ বলে ৫১ রান করে আউট হন, যেখানে ছিল ৯টি চমৎকার চার। রাহুল প্রথম উইকেটে যশস্বী জয়সওয়ালের সঙ্গে ১১ রানের জুটি গড়ার পর অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণের সঙ্গে ৮৮ রানের জুটি গড়েন। অভিমন্যু ঈশ্বরণ নিজেও ছিলেন দুর্দান্ত ফর্মে। তিনি ৯২ বলে ৮০ রানের ইনিংস খেলেন, যা ভারত এ-কে দ্বিতীয় ইনিংসে ভালো ভিত্তি দেয়। খেলা শেষে ভারত এ দল ৪ উইকেটে ১৬৩ রান তুলে ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে ১৮৪ রানের লিড গড়ে।
advertisement
এর আগে, ভারত এ দলের বোলাররা ইংল্যান্ড লায়ন্সকে ৩২৭ রানে অলআউট করে দেয় এবং প্রথম ইনিংসে ২১ রানের লিড নিশ্চিত করে। খলিল আহমেদ ছিলেন বোলিং আক্রমণের মূল স্তম্ভ। তিনি ৪টি উইকেট নিয়ে ইংলিশ মিডল অর্ডারের কোমর ভেঙে দেন। এছাড়া অংশুল কাম্বোজ ও তুষার দেশপান্ডে দুটি করে উইকেট নিয়ে তাঁকে সমর্থন দেন। বিশেষ করে খলিল আহমেদের এক ওভারে পরপর দুই বলে অধিনায়ক জেমস রেভ ও জর্জ হিলকে আউট করে চাপ সৃষ্টি করেন তিনি। ইংল্যান্ডের পক্ষে জশ ট্যাং অপরাজিত ৩৬ রান করে কিছুটা লড়াইয়ের চেষ্টা করেন।
আরও পড়ুনঃ IND vs ENG: চোখে সর্ষে ফুল দেখল ইংরেজ ব্যাটারা! আগুন ঝরাল ভারতীয় পেসার, অল্পের জন্য মিস হ্যাটট্রিক
দ্বিতীয় ইনিংসে যেখানে কেএল রাহুলের ব্যাটিং প্রশংসিত হচ্ছে। সেখানে ভারতীয় দলের অপর ওপেনার যশস্বী জয়সওয়ালকে নিয়ে বাড়ছে চিন্তা। কার দুই ইনিংসেই বড় রান করতে ব্যর্থ হয়েছেন তিনি। তরুণ ওপেনার প্রথম ইনিংসে করেছিলেন ১৭ রান। দ্বিতীয় ইনিংসে করলেন মাত্র ৫ রান। ফলে গৌতম গম্ভারের চিন্তা বাড়ারই কথা। দ্বিতীয় ইনিংসে শেষদিকে ধ্রুব জুরেল ও নীতীশ কুমার রেড্ডি অপরাজিত থেকে ভারত এ-র লিড আরও বাড়ানোর পথে এগোচ্ছেন। ম্যাচের বর্তমান পরিস্থিতিতে ভারত এ দলের হাতে স্পষ্টভাবে নিয়ন্ত্রণ রয়েছে, যা মূল দলের জন্য একটি আশাব্যঞ্জক বার্তা।