ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় দিল্লি। ব্যাটিংয়ে শুরুটা বিধ্বংসী মেজাজে করে আরসিবি। ফিল সল্টের ঝোড়ো ইনিংসে ৩ ওভারেই ৫০ পেরিয়ে যায় বেঙ্গালুরুর স্কোর। ওপেনিং জুটি ভাঙার পর থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে আরসিবি। ফিল সল্ট ৩৭ ও বিরাট কোহলি ২৭ রান করে আউট হন। মাঝে রজত পাতিদার ২৫ রান করে। ক্রমাগত উইকেট হারিয়ে একটা সময় বেঙ্গালুরুর স্কোর দাঁড়ায় ১২৫ রানে ৭ উইকেট।সেখান থেকে দলকে লড়াই করার মত জায়গায় পৌছে দেয় ক্রুণাব পান্ডিয়া ও টিম ডেভিড। ক্রুণাল ১৮ ও টিম ডেভিড ২০ বলে ৩৭ রানের ঝোড়ো ইনিংস খেলেন। শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৩ রান করে আরসিবি।
advertisement
রান তাড়া করতে নেমে শুরুটা ভাল হয়নি দিল্লি ক্যাপিটালসের। একটা সময় ৫৮ রানের মধ্যে ৪ উইকেট পড়ে গিয়েছিল ডিসির। সাজঘরে ফেরত চলে গিয়েছিলেন ফাফ ডুপ্লেসি, জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক, অভিষেক পোড়েল ও অক্ষর প্যাটেল। সেখান থেকে দলের রাশ ধরেন কেএল রাহুল ও ট্রিস্টান স্টাবস। ঠান্ডা মাথায় দলের স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান দুজনে। সেট হওয়ার পর রাহুল আক্রমণাত্মক শটও খেলেন। পূরণ করেন নিজের হাফ সেঞ্চুরি। শতরানের পার্টনারশিপ করেন রাহুল ও স্টাবস। ১৩ বল বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌছে যায় দিল্লি ক্যাপিটালস।