তারপর দুরন্ত কাম ব্যাক অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। অধিনায়ক হিসেবে হার্দিক পান্ডিয়া নন, এমনকি বিরাট কোহলিও নন। কে এল রাহুলের যাবতীয় প্রশংসার কেন্দ্রবিন্দুতে রবীন্দ্র জাদেজা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মুম্বইতে ৭৫ রান করে অবশেষে ছন্দে ফিরেছেন ভারতের তারকা ওপেনিং ব্যাটসম্যান। খুব খারাপ সময়ে কাটিয়েছেন গত কয়েকটা মাস।
আরও পড়ুন - শামি - সিরাজের পেস জুটি বিশ্বকাপে দুঃস্বপ্ন দেখাবে যে কোনও দলকে! বলছেন শাস্ত্রী
advertisement
রাহুলের মতে, জাডেজার ব্যাট করতে নামার জন্যে উন্মুখ হয়েছিলেন তিনি। কারণ, ডান হাতি ব্যাটারের সঙ্গে এক জন বাঁ হাতি ব্যাটারের কম্বিনেশন দরকার ছিল সেই সময়। রাহুল বলেছেন, জাডেজার সঙ্গে ব্যাট করে বেশ মজা লেগেছে। যে মুহূর্তে একজন বাঁ হাতি ব্যাটার এল, আমি কয়েকটা আলগা বল পেয়ে গেলাম এবং সেগুলোকে কাজে লাগালাম। বাঁ হাতি ব্যাটার আসাতেই কাজটা সহজ হয়ে গেল। জাড্ডু দারুণ ব্যাট করেছে।
ওর রান নেওয়ার ক্ষমতাও খুব দ্রুত। দারুণ ছন্দে রয়েছে এবং ম্যাচে এ ধরনের পরিস্থিতিতে কী করতে হবে, সেটা ও ভালই জানে। ফলে ওর সঙ্গে ব্যাটিং খুবই উপভোগ করেছি। কঠিন সময়ে ব্যাট করতে নেমেছিলেন রাহুল। ভারত তখন একের পর এক উইকেট হারিয়েছে। মনে হচ্ছিল কম রানের লক্ষ্যমাত্রাও তাড়া করা সম্ভব হবে না।
রাহুলের ব্যাটে সেই পরিস্থিতি কাটিয়ে ওঠে তারা। একবার যখন ছন্দ ফিরে পেয়েছেন তখন সেটা হারাতে চাইবেন না রাহুল। শেষ দুটো একদিনের ম্যাচেও সুযোগ কাজে লাগিয়ে বড় রান করে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩-০ জয় চাইবেন তিনি। ঈশ্বর তার সহায়।