TRENDING:

KKR, Ajinkya Rahane : সময়ের সঙ্গে ক্রমশ ভয়ঙ্কর হবে কেকেআর, সাফ জানালেন অজিঙ্কা রাহানে

Last Updated:

KKR will become more consistent in IPL 2022 along with time says Ajinkya Rahane . কেকেআরকে সময়ের সঙ্গে আরও ভয়ঙ্কর হতে দেখবেন, হুঙ্কার রাহানের

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: ২০২২ আইপিএলের প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংস এর বিরুদ্ধে দুর্দান্ত বোলিং পারফরম্যান্স দেখা গেল কেকেআরের তরফ থেকে। কেকেআর ওপেনার  রাহানে ম্যাচের পর সাংবাদিক সন্মেলনে বোলিং কোচ ভরত অরুনের প্রশংসা করলেন, একই সঙ্গে ম্যাচে উমেশ যাদবের অবদানের কথা উল্লেখ করলেন। শনিবার চেন্নাই সুপার কিংসকে আইপিএল ২০২২এর প্রথম ম্যাচে হারিয়ে তিন পয়েন্ট ঘরে আনে কলকাতা নাইট রাইডার্স।
প্রথম ম্যাচে কেকেআর জার্সিতে হিট রাহানে এবং উমেশ
প্রথম ম্যাচে কেকেআর জার্সিতে হিট রাহানে এবং উমেশ
advertisement

আরও পড়ুন - Ishan Kishan, IPL 2022: অরেঞ্জ ক্যাপের অন্যতম দাবিদার ঈশান, বলছেন বাঙালি কোচ উত্তম মজুমদার

প্রথমে ফিল্ডিং করতে নেমে কেকআর অসাধারণ বোলিং পারফরম্যান্স দেখায়। চেন্নাইয়ের ব্যাটিং লাইন আপ ধরাশায়ী হতে বাধ্য হয়, পাঁচ উইকেটে ১৩৫ রান করে ইনিংস শেষ হয় চেন্নাই সুপার কিংসের। উমেশ যাদবের ২০ রান দিয়ে ২ উইকেটের স্পেলের কথা উল্লেখ করলেন অজিঙ্কা রাহানে। তার এই স্পেল ম্যাচ জয়ের অন্যতম কারণ বললেন তিনি।

advertisement

উমেশ অত্যন্ত ভালো বোলিং করেছেন। তিনি দীর্ঘদিন ধরে নিজেকে প্রমাণ করে আসছেন। এখন তার বলে গতি আছে। দীর্ঘদিন পর আইপিএলের মতো এই ফরম্যাটে তিনি সুযোগ পেয়েছেন। তিনি আজ যেভাবে বোলিং করেছেন সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, বললেন অজিঙ্কা রাহানে। উমেশ যাদবের প্রত্যাবর্তনে তিনি অত্যন্ত খুশি জানালেন।

উমেশ যাদব এর সাথে বরুণ চক্রবর্তী এবং সুনীল নারিনের স্পিন জুটি বিধ্বংসী প্রভাব ফেলেছিল চেন্নাইয়ের ব্যাটিংয়ে। এরা দুজন আট ওভার বল করে মাত্র ৩৮ রান দেয়, আর একটা উইকেট নেয়। কেকেআরের বোলিং কোচ ভরত অরুণ তার প্রশিক্ষণে বিষাক্ত করে তুলেছেন বোলিং লাইন আপ। রাহানে বললেন, তিনি খুব ভালভাবে মাভি, উমেশ এবং বাকি ভারতীয় বোলারদের চেনেন।

advertisement

বোলারদের আত্মবিশ্বাস বাড়ানো সবথেকে প্রয়োজনীয়। মাভি ভাল বল করেছেন, উমেশ খুবই ভালো বল করেছেন, এরা প্রতিভাবান বোলার। এদের শুধু আত্মবিশ্বাস বাড়ানো প্রয়োজন এর সেটা ভরত স্যার খুব ভালোভাবে পারেন। তিনি মনে করছেন কোচ ভরত অরুণ খুব ভাল কাজ করছেন এবং আইপিএলে বোলিং লাইনআপ আরো শক্তিশালী হবে।

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

রাহানে নিজের প্রথম ম্যাচে ৪৪ রান করেন। নিশ্চিত অর্ধশতরান মিস করেছেন। তবে সেটা নিয়ে তার আক্ষেপ নেই। জানিয়ে রাখলেন নিজের অভিজ্ঞতা দিয়ে দলকে সাহায্য করা তার একমাত্র কাজ। যত সময় যাবে কমপ্লিট দল হিসেবে আরও ভয়ঙ্কর হয়ে উঠবে কেকেআর। ব্যক্তিগতভাবে তিনি কৃতজ্ঞ কেকেআর তাকে দলে জায়গা দেওয়ায়। সেটাই প্রতি ম্যাচে মাঠে নেমে প্রমাণ করতে চান।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
KKR, Ajinkya Rahane : সময়ের সঙ্গে ক্রমশ ভয়ঙ্কর হবে কেকেআর, সাফ জানালেন অজিঙ্কা রাহানে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল