প্রথমে ফিল্ডিং করতে নেমে কেকআর অসাধারণ বোলিং পারফরম্যান্স দেখায়। চেন্নাইয়ের ব্যাটিং লাইন আপ ধরাশায়ী হতে বাধ্য হয়, পাঁচ উইকেটে ১৩৫ রান করে ইনিংস শেষ হয় চেন্নাই সুপার কিংসের। উমেশ যাদবের ২০ রান দিয়ে ২ উইকেটের স্পেলের কথা উল্লেখ করলেন অজিঙ্কা রাহানে। তার এই স্পেল ম্যাচ জয়ের অন্যতম কারণ বললেন তিনি।
advertisement
উমেশ অত্যন্ত ভালো বোলিং করেছেন। তিনি দীর্ঘদিন ধরে নিজেকে প্রমাণ করে আসছেন। এখন তার বলে গতি আছে। দীর্ঘদিন পর আইপিএলের মতো এই ফরম্যাটে তিনি সুযোগ পেয়েছেন। তিনি আজ যেভাবে বোলিং করেছেন সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, বললেন অজিঙ্কা রাহানে। উমেশ যাদবের প্রত্যাবর্তনে তিনি অত্যন্ত খুশি জানালেন।
উমেশ যাদব এর সাথে বরুণ চক্রবর্তী এবং সুনীল নারিনের স্পিন জুটি বিধ্বংসী প্রভাব ফেলেছিল চেন্নাইয়ের ব্যাটিংয়ে। এরা দুজন আট ওভার বল করে মাত্র ৩৮ রান দেয়, আর একটা উইকেট নেয়। কেকেআরের বোলিং কোচ ভরত অরুণ তার প্রশিক্ষণে বিষাক্ত করে তুলেছেন বোলিং লাইন আপ। রাহানে বললেন, তিনি খুব ভালভাবে মাভি, উমেশ এবং বাকি ভারতীয় বোলারদের চেনেন।
বোলারদের আত্মবিশ্বাস বাড়ানো সবথেকে প্রয়োজনীয়। মাভি ভাল বল করেছেন, উমেশ খুবই ভালো বল করেছেন, এরা প্রতিভাবান বোলার। এদের শুধু আত্মবিশ্বাস বাড়ানো প্রয়োজন এর সেটা ভরত স্যার খুব ভালোভাবে পারেন। তিনি মনে করছেন কোচ ভরত অরুণ খুব ভাল কাজ করছেন এবং আইপিএলে বোলিং লাইনআপ আরো শক্তিশালী হবে।
রাহানে নিজের প্রথম ম্যাচে ৪৪ রান করেন। নিশ্চিত অর্ধশতরান মিস করেছেন। তবে সেটা নিয়ে তার আক্ষেপ নেই। জানিয়ে রাখলেন নিজের অভিজ্ঞতা দিয়ে দলকে সাহায্য করা তার একমাত্র কাজ। যত সময় যাবে কমপ্লিট দল হিসেবে আরও ভয়ঙ্কর হয়ে উঠবে কেকেআর। ব্যক্তিগতভাবে তিনি কৃতজ্ঞ কেকেআর তাকে দলে জায়গা দেওয়ায়। সেটাই প্রতি ম্যাচে মাঠে নেমে প্রমাণ করতে চান।