TRENDING:

আইপিএলে কেকেআর বনাম রাজস্থান, জেনে নিন মেগা ম্যাচের টস আপডেট

Last Updated:

বর্তমান পয়েন্ট তালিকায় রাজস্থান রয়্যালস পঞ্চম স্থানে এবং কেকেআর ষষ্ঠ স্থানে আছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই:  পরপর দু ম্যাচে হার জয়ে ফেরার লক্ষ্যে মরিয়া শ্রেয়স আইয়ারের কেকেআর (KKR)৷ এই অবস্থায় সামনে প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস৷ কেকেআর বনাম রাজস্থান রয়্যালস আইপিএলে মোট ১৯ বার মুখোমুখি হয়েছে৷ ২০ তম ম্যাচে KKR টসে (Toss) জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ৷ এদিকে মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানে অ্যাডভানটেজ কলকাতা নাইট রাইডার্স৷ ১৩ বার জিতেছে কলকাতা নাইট রাইডার্স এবং ১১ বার ম্যাচ জিতেছে রাজস্থান রয়্যালস৷
KKR vs RR: Know toss update of 30 th match of IPL 2022
KKR vs RR: Know toss update of 30 th match of IPL 2022
advertisement

আইপিএল ২০২২ এ রাজস্থান রয়্যালস জোরদার শুরু করেছিল৷ পরপর ২ টি ম্যাচ জিতে যায় তারা৷ এপরপর তৃতীয় খেলায় আরসিবি-র কাছে হারে তারা৷ কিন্তু চতুর্থ ম্যাচে ফের জয় পায় তারা৷ লখনউকে হারায় তারা৷ কিন্তু ১৪ এপ্রিল গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ফের তারা হেরে যায়৷ রয়্যালস আইপিএল ২০২২ এ পঞ্চম ম্যাচে খেলে ৩ টি তে জিতেছে, ২ টি হার হয়েছে৷

advertisement

আরও পড়ুন- Harshal Patel: জীবনযুদ্ধ শেষ দিদির, তাঁর কথা রেখেই ফের মাঠে ফিরে যা বললেন হর্ষল প্যাটেল

আইপিএল ২০২২  (IPL 2022) আজ ৩০ তম  ম্যাচ৷ কেকেআর বনাম রাজস্থান (KKR vs RR) ম্যাচ খেলবেন৷ দুই দল ম্যাচ খেলবে ব্র্যাবোর্ন স্টেডিয়ামে৷ এই লড়াইতে দুই দলই জয়ের লক্ষ্যে নামবে৷ এবারের আইপিএলে কেকেআর ও রাজস্থান রয়্যালস দুই দলেরই পারফরম্যান্স এখনও অবধি মোটামুটি৷ দুই দলই জয়-হার মিলিয়েই চলেছে৷ বর্তমান পয়েন্ট তালিকায় রাজস্থান রয়্যালস পঞ্চম স্থানে এবং কেকেআর ষষ্ঠ স্থানে আছে৷ জেনে নেওয়া যাক কলকাতা নাইট রাইডার্স বনাম রাজস্থান রয়্যালস (Kolkata Knight Riders vs Rajasthan Royals) ম্যাচের পিচ রিপোর্ট ও ওয়েদার আপডেট (Weather Update)৷

advertisement

আরও পড়ুন - Gossip: বয়ফ্রেন্ড কেএল রাহুলকে নিয়ে সোহাগে মাখামাখি আথিয়া শেট্টির, এদিকে মুখ খুললেন ‘এই’ দক্ষিণী অভিনেত্রী

জয় দিয়ে শুরু হয়েছিল কেকেআরের সফর

আইপিএল ২০২২ এ কেকেআর জয়ের সঙ্গে শুরু করেছিল৷ তারা প্রথম ম্যাচে সিএসকেকে হারায়৷ কিন্তু আরসিবি-র বিরুদ্ধে হেরে যায়৷ এরপর পঞ্জাব কিংস ও মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে কেকেআর জয় পায়৷ কিন্তু দিল্লি ক্যাপিটাল্স ও সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচে তারা হেরে যায়৷ কলকাতা আইপিএল ২০২২ এ এখনও অবধি ৬ টি ম্যাচ খেলেছে এবং তাতে কেকেআর ৩ টি ম্যাচে জিতেছে এবং ৩ টি ম্যাচে হেরেছে৷

advertisement

আরআর বনাম কেকেআর ওয়েদার আপডেট

মৌসম বিভাগের খবর অনুযায়ি ১৮ এপ্রিল ব্র্যাবোর্ন স্টেডিয়ামে তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস থাকবে৷ এই সময়ে আপেক্ষিক আর্দ্রতা ৬৯ শতাংশ হবে৷ ঘণ্টায় ২৩ কিলোমিটার গতিতে হাওয়া বইবে৷ ম্যাচের দিন বৃষ্টির সম্ভবনা নেই৷

রাজস্থান বনাম কেকেআর পিচ রিপোর্ট

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

ব্র্যাবোর্ন স্টেডিয়ামে পিচ ফ্ল্যাট যাতে পেসাররা অনেক সুবিধা পাবেন৷ ়যেখানে স্পিনাররা খুব সফল হবে৷ পাশাপাশি ময়দানে ব্যাটসম্যানরাও সুবিধা পাবেন৷ দুই দলের কাছেও পাওয়ার হিটার রয়েছে৷ টস যারা জিতবে তারা যদি ফিল্ডিং নেয় তাহলে সুবিধা হবে৷

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
আইপিএলে কেকেআর বনাম রাজস্থান, জেনে নিন মেগা ম্যাচের টস আপডেট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল