মরশুমের প্রথম মেগা ম্যাচে টস ভাগ্য সাথ দিল কেকেআর অধিনায়ক অজিঙ্কে রাহানের। টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন আরসিবি অধিনায়ক রজত পাতিদার। সকালেও বৃষ্টি হওয়ায় পিচে যেটুকু আদ্রতা রয়েছে তার সুবিধা যাতে পেসাররা নিতে পারে সেই কারণেই বোলিংয়ের সিদ্ধান্ত আরসিবির। টস হারলেও ভাল ক্রিকেট খেলার বিষয়ে আত্মবিশ্বাসী কেকেআর অধিনায়ক।
advertisement
এক ঝলকে দেখে নিন কেকেআরের প্রথম একাদশ: কুইন্টন ডিকক (উইকেটকিপার), সুনীল নারিন, অজিঙ্কে রাহানে (অধিনায়ক), ভেঙ্কটেশ আইয়ার, আক্রিশ রঘুবংশী, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, হর্ষিত রানা, স্পেনসর জনসন, বরুণ চক্রবর্তী।
এক ঝলকে দেখে নিন আরসিবি প্রথম একাদশ: বিরাট কোহলি, ফিল সল্ট, রজত পাতিদার (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, জিতেশ শর্মা (উইকেটকিপার), টিম ডেভিড, ক্রুণাল পান্ডিয়া, রাসিখ সালিম, জস হ্যাজেলউড, যশ দয়াল, সুয়াশ শর্মা।