টস হারার পর ইনিসের শুরুটা ভাল হয়নি কেকেআরের। ৪ রান করে আউট হন কুইন্টন ডিকক। এরপর কেকেআরের ইনিংসের রাশ ধরেন অধিনায়ক অজিঙ্কে রাহানে ও সুনীল নারিন। বিধ্বংসী ব্যাটিং করেন রাহানে। প্রস্তুতি ম্যাচে রান না পেলেও আসল জায়গায় নিজের ক্যারিশ্মা দেখান রাহানে। একটা সময় প্রথম দুই ওভারে কেকেআরের রান ছিল ৫। সেখান থেকে রাহানের ব্যাটিং তাণ্ডব নাইটদের ৬ ওভারের পাওয়ার প্লে শেষে পৌছে দেয় ৬০ রানে।
advertisement
রাহানের বিধ্বংসী মেজাজ দেখে ছন্দে ফেরেন সুনীল নারিনও। মারকাটারি ব্যাটিং করেন তিনিও। রাহানে-নারিন জুটি শতরানের পার্টনারশিপও করেন। ২৫ বলে নিজের ব্যক্তিগত অর্ধশতরান পূরণ করেন কেকেআর অধিনায়ক। ২৬ বলে ৪৪ করে আউট হন নারিন। জুটি ভাঙতেই বেশি সময় ক্রিজে থাকতে পারেনি রাহানেও। ৩১ বলে ৫৬ রান করে আউট হন তিনি। বড় রান পাননি ২৩.৭৫ কোটির প্লেয়ার ভেঙ্কটেশ আইয়ার। ৬ করে আউট হন তিনি। রিঙ্কু সিংও মাত্র ১২ রান করে আউট হন। রাহানে, ভেঙ্কটেশ ও রিঙ্কুর উইকেট নিয়ে আরসিবিকে ম্যাচে ফেরান ক্রুণাল পান্ডিয়া।
আরও পড়ুনঃ Ajinkya Rahane: দিনভর বৃষ্টির পর রাতে ইডেনে এল রাহানে ঝড়! তাণ্ডব চালালেন কেকেআর অধিনায়ক
নিজের নামের প্রতি সুবিচার করতে পারেনি আন্দ্রে রাসেলও। মাত্র ৪ রান করে আউট হন তিনি। ১০৭ রানে ১ উইকেট থেকে ১৫০ রানে ৬ উইকেট হয়ে যায় কেকেআরের। পরপর উইকেট হারিয়ে রানের গতিবেগও কমে যায় নাইটদের। কিছুটা লড়াই করার চেষ্টা করেন আংক্রিশ রঘুবংশী। ৩০ রান করেন তিনি। শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৭৪ রান করে নাইটরা। আরসিবির টার্গেট ১৭৫।