TRENDING:

KKR vs RCB: 'বুড়ো' রাহানে বাঁচাল মান, ডাহা ফেল কেকেআরের মিডল অর্ডার, আরসিবির টার্গেট ১৭৫

Last Updated:

KKR vs RCB IPL 2025: অজিঙ্কে রাহানের বিধ্বংসী ব্যাটিং ও সুনীল নারিনের মারকাটারি ইনিংস যে ভিত গড়ে দিয়েছিল কেকেআরকে, তা ধরে রাখতে ব্যর্থ হল মিডল অর্ডার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: অজিঙ্কে রাহানের বিধ্বংসী ব্যাটিং ও সুনীল নারিনের মারকাটারি ইনিংস যে ভিত গড়ে দিয়েছিল কেকেআরকে, তা ধরে রাখতে ব্যর্থ হল মিডল অর্ডার। ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেলদের ব্যর্থতার জেরে বড় স্কোর করতে ব্যর্থ হল নাইটরা। একটা সময় মনে হচ্ছিল ২০০ পার স্কোর হবে। কিন্তু শেষ পর্যন্ত ১৭৪ রানে থামতে হয় কেকেআরকে। দলের হয়ে সর্বোচ্চ ৫৬ রান করেন অজিঙ্কে রাহানে।
News18
News18
advertisement

টস হারার পর ইনিসের শুরুটা ভাল হয়নি কেকেআরের। ৪ রান করে আউট হন কুইন্টন ডিকক। এরপর কেকেআরের ইনিংসের রাশ ধরেন অধিনায়ক অজিঙ্কে রাহানে ও সুনীল নারিন। বিধ্বংসী ব্যাটিং করেন রাহানে। প্রস্তুতি ম্যাচে রান না পেলেও আসল জায়গায় নিজের ক্যারিশ্মা দেখান রাহানে। একটা সময় প্রথম দুই ওভারে কেকেআরের রান ছিল ৫। সেখান থেকে রাহানের ব্যাটিং তাণ্ডব নাইটদের ৬ ওভারের পাওয়ার প্লে শেষে পৌছে দেয় ৬০ রানে।

advertisement

রাহানের বিধ্বংসী মেজাজ দেখে ছন্দে ফেরেন সুনীল নারিনও। মারকাটারি ব্যাটিং করেন তিনিও। রাহানে-নারিন জুটি শতরানের পার্টনারশিপও করেন। ২৫ বলে নিজের ব্যক্তিগত অর্ধশতরান পূরণ করেন কেকেআর অধিনায়ক। ২৬ বলে ৪৪ করে আউট হন নারিন। জুটি ভাঙতেই বেশি সময় ক্রিজে থাকতে পারেনি রাহানেও। ৩১ বলে ৫৬ রান করে আউট হন তিনি। বড় রান পাননি ২৩.৭৫ কোটির প্লেয়ার ভেঙ্কটেশ আইয়ার। ৬ করে আউট হন তিনি। রিঙ্কু সিংও মাত্র ১২ রান করে আউট হন। রাহানে, ভেঙ্কটেশ ও রিঙ্কুর উইকেট নিয়ে আরসিবিকে ম্যাচে ফেরান ক্রুণাল পান্ডিয়া।

advertisement

আরও পড়ুনঃ Ajinkya Rahane: দিনভর বৃষ্টির পর রাতে ইডেনে এল রাহানে ঝড়! তাণ্ডব চালালেন কেকেআর অধিনায়ক

সেরা ভিডিও

আরও দেখুন
গঙ্গাসাগরের টানে প্যারিস থেকে ছুটে আসলেন দুই ভাই, মিশে গেলেন সকলের সঙ্গে 
আরও দেখুন

নিজের নামের প্রতি সুবিচার করতে পারেনি আন্দ্রে রাসেলও। মাত্র ৪ রান করে আউট হন তিনি। ১০৭ রানে ১ উইকেট থেকে ১৫০ রানে ৬ উইকেট হয়ে যায় কেকেআরের। পরপর উইকেট হারিয়ে রানের গতিবেগও কমে যায় নাইটদের। কিছুটা লড়াই করার চেষ্টা করেন আংক্রিশ রঘুবংশী। ৩০ রান করেন তিনি। শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৭৪ রান করে নাইটরা। আরসিবির টার্গেট ১৭৫।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
KKR vs RCB: 'বুড়ো' রাহানে বাঁচাল মান, ডাহা ফেল কেকেআরের মিডল অর্ডার, আরসিবির টার্গেট ১৭৫
Open in App
হোম
খবর
ফটো
লোকাল