ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন অজিঙ্কে রাহানে। প্রথম থেকেই আক্রমণাত্মক মেজাজে ব্যাটিং করেন লখনউয়ের দুই ওপেনার মিচেল মার্শ ও এডেন মার্করাম। ওভার পিছু কখনও ১০ বা তার বেশি গড়ে রান তুলতে থাকেন দুজন। ওপেনিং জুটিতে ৯৯ রানের পার্টনারশিপ করে দলকে শক্ত ভিতের উপর দাঁড় করিয়ে দেন মার্করাম ও মার্শ।
advertisement
এডেন মার্করাম ২৮ বলে ৪৭ রান করে আউট হওয়ার পর ক্রিজে আসেন ইনফর্ম নিকোলাস পুরান। বিধ্বংসী মেজাজ ব্যাটিং করেন তিনি। মার্শ ও পুরান দলের রান তোলার গতি আরও বাড়িয়ে দেন। নিজের হাফসেঞ্চুরিও পূরণ করেন মিচেল মার্শ। ঝড়ের গতিতে ৭১ রানের পার্টনারশিপ করেন দুজনে। ১৭০ রানে দ্বিতীয় উইকেট পড়ে এলএসজির। ৪৮ বলে ৮১ রান করে আউট
হন মার্শ।
আরও পড়ুনঃ Virat Kohli: আরও এক ইতিহাস গড়লেন বিরাট কোহলি, যা কোনও ভারতীয় ক্রিকেটারের নেই
শেষের দিকে স্লগ ওভারে নিকোলাস পুরান একাই মারকাটারি ব্যাটিং চালিয়ে যান। আবদুল সামাদ মাঝে ৬ রান করে আউট হন। শেষ পর্যন্ত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৩৮ রান করে লখনউ সুপার জায়ান্টস। ৩৬ বলে ৮৭ রানের অনবদ্য ইনিংস খেলে অপরাজিত থাকেন নিকোলাস পুরান। ৮টি ছয় ও ৭টি চার মারেন তিনি। ৪ রানে অপরাজিত থাকেন ডেভিড মিলার।