TRENDING:

KKR vs LSG: পুরান-মার্শ-মার্করামদের ব্যাটিং দাপট! কেকেআরকে ২৩৯ টার্গেট দিল এলএসজি

Last Updated:

KKR vs LSG: কেকেআরের ঘরের মাঠে নাইটদের বোলিং নিয়ে কার্যত ছেলেখেলা করল এলএসজি। মিচেল মার্শ, নিকোলাস পুরান, এডেন মার্করামদের বিধ্বংসী ব্যাটিং। আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে ২৩৯ রানের পাহাড় প্রমাণ টার্গেট দিল লখনউ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কেকেআরের ঘরের মাঠে নাইটদের বোলিং নিয়ে কার্যত ছেলেখেলা করল এলএসজি। মিচেল মার্শ, নিকোলাস পুরান, এডেন মার্করামদের বিধ্বংসী ব্যাটিং। আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে ২৩৯ রানের পাহাড় প্রমাণ টার্গেট দিল লখনউ। এলএসজির হয়ে সর্বোচ্চ ৮৭ রান করেন নিকোলাস পুরান। এছাড়া মিচেল মার্শ ৮১ ও এডেন মার্করাম ৪৭ রান করেন।
News18
News18
advertisement

ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন অজিঙ্কে রাহানে। প্রথম থেকেই আক্রমণাত্মক মেজাজে ব্যাটিং করেন লখনউয়ের দুই ওপেনার মিচেল মার্শ ও এডেন মার্করাম। ওভার পিছু কখনও ১০ বা তার বেশি গড়ে রান তুলতে থাকেন দুজন। ওপেনিং জুটিতে ৯৯ রানের পার্টনারশিপ করে দলকে শক্ত ভিতের উপর দাঁড় করিয়ে দেন মার্করাম ও মার্শ।

advertisement

এডেন মার্করাম ২৮ বলে ৪৭ রান করে আউট হওয়ার পর ক্রিজে আসেন ইনফর্ম নিকোলাস পুরান। বিধ্বংসী মেজাজ ব্যাটিং করেন তিনি। মার্শ ও পুরান দলের রান তোলার গতি আরও বাড়িয়ে দেন। নিজের হাফসেঞ্চুরিও পূরণ করেন মিচেল মার্শ। ঝড়ের গতিতে ৭১ রানের পার্টনারশিপ করেন দুজনে। ১৭০ রানে দ্বিতীয় উইকেট পড়ে এলএসজির। ৪৮ বলে ৮১ রান করে আউট

advertisement

হন মার্শ।

আরও পড়ুনঃ Virat Kohli: আরও এক ইতিহাস গড়লেন বিরাট কোহলি, যা কোনও ভারতীয় ক্রিকেটারের নেই

শেষের দিকে স্লগ ওভারে নিকোলাস পুরান একাই মারকাটারি ব্যাটিং চালিয়ে যান। আবদুল সামাদ মাঝে ৬ রান করে আউট হন। শেষ পর্যন্ত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৩৮ রান করে লখনউ সুপার জায়ান্টস। ৩৬ বলে ৮৭ রানের অনবদ্য ইনিংস খেলে অপরাজিত থাকেন নিকোলাস পুরান। ৮টি ছয় ও ৭টি চার মারেন তিনি। ৪ রানে অপরাজিত থাকেন ডেভিড মিলার।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
KKR vs LSG: পুরান-মার্শ-মার্করামদের ব্যাটিং দাপট! কেকেআরকে ২৩৯ টার্গেট দিল এলএসজি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল