এর আগে ২০১১ আইপিএল-এ প্রথমবার কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) প্লেঅফে উঠেছিল। কিন্তু সেবার এলিমিনেটর-এ মুম্বইয়ের কাছে চার উইকেটে হারে কেকেআর। পরের বছরই অবশ্য আইপিএল খেতাব জেতে কলকাতা। ধুমধাম করে সেলিব্রেশন হয়েছিল। সেবার পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে থেকে প্রথম কোয়ালিফায়ারে দিল্লিকে ১৮ রানে হারিয়েছিল কলকাতা।
এর পর ২০১৪ সালে ফের খেতাব জেতে গৌতম গম্ভীরের নেতত্বাধীন কলকাতা নাইট রাইডার্স। লিগ পর্বে কেকেআর শেষ করেছিল তিন নম্বরে। এর পর প্রথম কোয়ালিফায়ারে পাঞ্জাবের বিরুদ্ধে ২৮ রানে জেতে কেকেআর। ফাইনালে ফের সেই পাঞ্জাবকেই ৩ উইকেটে হারিয়ে দিয়েছিল কলকাতা।
advertisement
আরও পড়ুন: কার নাম কাটা গেল, কার ভাগ্যে শিকে ছিঁড়ল, দেখে নিন বিশ্বকাপ দলে বদল
এদিন অবশ্য কেকেআরের মিডল অর্ডার নিয়ে প্রশ্ন থাকল। আর সব থেকে বড় প্রশ্ন থাকলো কেকেআর ক্যাপ্টেন মরগানের পারফরম্যান্স নিয়ে। মরশুম শেষ হতে চলল, তিনি আর রান পেলেন না। তবে তাঁর ক্যাপ্টেন্সি নিয়ে প্রশ্ন উঠবে না। সঠিক সময় তিনি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। তবে কেকেআরের দুই ওপেনার শুভমান গিল ও ভেঙ্কটেশ আইয়ার দুরন্ত ফর্মে। ফাইনালে চেন্নআইয়ের বিরুদ্ধে সেটাই সব থেকে বড় স্বস্তি নাইটদের।