ম্যাচে টস জিচে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় কেকেআর। শুরুতে রহমানউল্লাহ গুরবাজ আউট হলে সুনীল নারিন ও অজিঙ্কে রাহানে ৫৮ রানের পার্টনারশিপ করে নাইটদের ম্যাচে ফেরায়। ২৬ রান করে আউট হন নারিন। এদিন কেকেআরের হয়ে ৪৮ রানের লড়াকু ইনিংস খেলেন রাহানে। আংক্রিশ রঘুবংশী এদিন রান পাননি।
মনীশ পান্ডে এদিন কেকেআরের একাদশে সুযোগ পেয়ে গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। ৩৬ রান করে অভিজ্ঞ ভারতীয় ব্যাটার। গত ম্যাচের ফর্ম ধরে রেখে ফের ভাল ইনিংস খেলেন আন্দ্রে রাসেল। ২১ বলে ৩৮ রান করেন তিনি। স্লগ ওভার রাসেলের ঝোড়ো ইনিংসের সৌজন্যেই লড়াই করার মত স্কোরে পৌছায় কেকেআর। ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৯ রান করে কলকাতা।
advertisement
রান তাড়া করতে নেমে শুরুটা একেবারে ভাল হয়নি সিএসকের। শুরু থেকে নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে চেন্নাই। টপ অর্ডার পুরোপুরি ব্যর্থ হয়। অভিষেক ম্যচে ১১ বলে ৩১ করে নজর কাড়েন উর্ভিল প্যাটেল। একটা সময় সিএসকে ৬০ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল। সেই সময় চেন্নাইয়ের হয়ে ইনিংসের রাশ ধরেন ডিওয়াল্ড ব্রেভিস ও শিবম দুবে।
ব্রেভিস ঝোড়ো ব্যাটিং করে চাপের মধ্যে। ঠান্ডা মাথায় ব্যাটিং করেন দুবে। ৬৭ রানে পার্টনারশিপ করে চেন্নাইকে ম্যাচে ফেরায় ব্রেভিস ও দুবে। নিজের হাফ সেঞ্চুরি করেন ব্রেভিস। ২৫ বলে ৫২ করে আউট হন তিনি। শেষের দিকে ধোনি ও দুবে এগিয়ে নিয়ে যান দলের স্কোর বোর্ড। ৪৩ রান জুটিতে যোগ করেন ধোনি ও দুবে। ৪৫ রান করে দুবে আউট হলেও ম্যাচ শেষ করেন ধোনি। লাস্ট ওভারে সিএসকের জয়ের জন্য দরকার ছিল ৮ রান। প্রথম বলেই ছয় মারেন ধোনি। শেষ পর্যন্ত ১৯.৪ ওভারে লক্ষ্যে পৌছে যায় সিএসকে।