মজার সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন কামিন্স। আবার বিলিয়ার্ডস টেবিলে দেখা গেল সুনীল নারিনকে। তাঁর সঙ্গে ছিলেন আফগানিস্তানের অলরাউন্ডার মহম্মদ নবি। পাশাপাশি, নেটে নিজেকে উজাড় করেও দিচ্ছেন ক্রিকেটাররা। পেসার উমেশ যাদব বোলিং কোচ ভরত অরুণের প্রশংসা কুড়িয়েছেন। কোচ ব্রেন্ডন ম্যাকালামকে আবার গ্লাভস ছাড়াই ক্যাচ ধরে নজর কাড়লেন অনুশীলনের ফাঁকে।
advertisement
সব মিলিয়ে লোকেশ রাহুলদের বিরুদ্ধে নামার আগে বেশ তরতাজা দেখাল নাইটদের। তবে তার মধ্যেও রয়েছে দুশ্চিন্তা। ওপেনিং যেমন জমাট বাঁধছে না। কিপার-ব্যাটসম্যান হিসেবে বাবা ইন্দ্রজিৎ এখনও রান পাননি। ফিনচও ধারাবাহিক নন। তুলনায় সঞ্জু স্যামসনের দলের বিরুদ্ধে চাপের মুখে মাথা ঠান্ডা রেখে জিতিয়ে ফিরেছেন রিঙ্কু সিং। মিডল অর্ডারে নীতীশ রানাকেও দেখাচ্ছে ছন্দে।
অধিনায়ক শ্রেয়স আয়ারের ব্যাটে যদিও বড় রান আসছে না। এদিকে, কেকেআরের বোলিংয়ে প্রধান ভরসা হয়ে উঠেছেন উমেশ যাদব। পাওয়ার প্লে’র মধ্যে নিয়মিত উইকেট নিচ্ছেন তিনি। সুনীল নারিন অবশ্য বেশি উইকেট পাচ্ছেন না। তবে লাইন-লেংথে অভ্রান্ত থাকছেন ক্যারিবিয়ান রহস্যময় বোলার।
রাজস্থানের বিরুদ্ধে অভিষেক হওয়া বাঁহাতি স্পিনার অনুকূল রায়ও নজর কেড়েছেন। আসলে নাইট ম্যানেজমেন্ট চাইছে দ্রুত সেরা কম্বিনেশন ঠিক করতে। কারণ, এই পর্যায়ে কোনও ম্যাচে হার মানেই প্লে-অফের দৌড় থেকে ছিটকে যাওয়া।