TRENDING:

KKR vs LSG : গান গেয়ে, পার্টি করে বিন্দাস মুডে সময় কাটছে নাইট রাইডার্স ক্রিকেটারদের !

Last Updated:

KKR team singing and dancing before crucial match in IPL against Lucknow. রাহুলের লখনউয়ের বিরুদ্ধে নামার আগে নাচে-গানে মশগুল নাইট ক্রিকেটাররা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: একটা জয় পাল্টে দিয়েছে আবহ। কেটে গিয়েছে টানা পাঁচ ম্যাচে পরাজয়ের গুমোট। সোমবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে জয় একইসঙ্গে প্লে-অফের সম্ভাবনাও জিইয়ে রেখেছে। এবং কলকাতা নাইট রাইডার্স শিবিরে এনেছে ফুরফুরে মেজাজ। শনিবার লখনউ সুপার জায়ান্টসের মুখোমুখি হওয়ার আগে যাতে ধরা পড়ছে আত্মবিশ্বাসের ছবি। অধিনায়ক শ্রেয়স আয়ারকে যেমন দেখা গিয়েছে জিমে ঘাম ঝরাতে। অজি পেসার প্যাট কামিন্সও ছিলেন সেখানে। দু’জনে জিমে একসঙ্গে গানের তালে নাচানাচিও করেম।
এভাবেই বিন্দাস মেজাজে উমেশ, শ্রেয়সরা
এভাবেই বিন্দাস মেজাজে উমেশ, শ্রেয়সরা
advertisement

আরও পড়ুন - Umran Malik 157 KPH : উমরান মালিকের ১৫৭ কিলোমিটার গতির রহস্য লুকিয়ে দুটো জিনিসে! অজানা তথ্য জানুন

মজার সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন কামিন্স। আবার বিলিয়ার্ডস টেবিলে দেখা গেল সুনীল নারিনকে। তাঁর সঙ্গে ছিলেন আফগানিস্তানের অলরাউন্ডার মহম্মদ নবি। পাশাপাশি, নেটে নিজেকে উজাড় করেও দিচ্ছেন ক্রিকেটাররা। পেসার উমেশ যাদব বোলিং কোচ ভরত অরুণের প্রশংসা কুড়িয়েছেন। কোচ ব্রেন্ডন ম্যাকালামকে আবার গ্লাভস ছাড়াই ক্যাচ ধরে নজর কাড়লেন অনুশীলনের ফাঁকে।

advertisement

সব মিলিয়ে লোকেশ রাহুলদের বিরুদ্ধে নামার আগে বেশ তরতাজা দেখাল নাইটদের। তবে তার মধ্যেও রয়েছে দুশ্চিন্তা। ওপেনিং যেমন জমাট বাঁধছে না। কিপার-ব্যাটসম্যান হিসেবে বাবা ইন্দ্রজিৎ এখনও রান পাননি। ফিনচও ধারাবাহিক নন। তুলনায় সঞ্জু স্যামসনের দলের বিরুদ্ধে চাপের মুখে মাথা ঠান্ডা রেখে জিতিয়ে ফিরেছেন রিঙ্কু সিং। মিডল অর্ডারে নীতীশ রানাকেও দেখাচ্ছে ছন্দে।

advertisement

অধিনায়ক শ্রেয়স আয়ারের ব্যাটে যদিও বড় রান আসছে না। এদিকে, কেকেআরের বোলিংয়ে প্রধান ভরসা হয়ে উঠেছেন উমেশ যাদব। পাওয়ার প্লে’র মধ্যে নিয়মিত উইকেট নিচ্ছেন তিনি। সুনীল নারিন অবশ্য বেশি উইকেট পাচ্ছেন না। তবে লাইন-লেংথে অভ্রান্ত থাকছেন ক্যারিবিয়ান রহস্যময় বোলার।

সেরা ভিডিও

আরও দেখুন
এ যেন 'মেঘভাঙা' বৃষ্টি! হাসিমারায় পরিস্থিতি খারাপ, 'লাল চোখ' দেখাচ্ছে তোর্ষা
আরও দেখুন

রাজস্থানের বিরুদ্ধে অভিষেক হওয়া বাঁহাতি স্পিনার অনুকূল রায়ও নজর কেড়েছেন। আসলে নাইট ম্যানেজমেন্ট চাইছে দ্রুত সেরা কম্বিনেশন ঠিক করতে। কারণ, এই পর্যায়ে কোনও ম্যাচে হার মানেই প্লে-অফের দৌড় থেকে ছিটকে যাওয়া।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
KKR vs LSG : গান গেয়ে, পার্টি করে বিন্দাস মুডে সময় কাটছে নাইট রাইডার্স ক্রিকেটারদের !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল