মুম্বইয়ের বিরুদ্ধে প্রথম বলেই বুমরার বলে শূন্য রানে সাজঘরে ফিরেছেন ছন্দে থাকা কেকেআর অলরাউন্ডার। এই মরসুমে প্রথম ডাক নাইট তারকার। সেই সঙ্গে শূন্য রানে আউট হওয়ার রেকর্ড গড়লেন সুনীল নারিন। মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচ নিয়ে এখনও পর্যন্ত ৪৪ বার টি২০ ক্রিকেটে শূন্য রানে আউট হয়েছেন নারিন।
আরও পড়ুন: সাসপেন্ড ঋষভ পন্থ! প্লে-অফের জন্য ‘বিরাট’ ম্যাচে শাস্তি পন্থের, কী করেছেন?
advertisement
তালিকায় নারিনের পরেই রয়েছেন ইংল্যান্ডের ক্রিকেটার অ্যালেক্স হেলস। তিনি ৪৩ বার শূন্য করেছেন। তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন গুজরাত টাইটান্স এবং আফগান তারকা রাশিদ খান। তিনি ৪২ বার শূন্য রানে আউট হয়েছেন। চতুর্থ স্থানে রয়েছেন আয়ারল্যান্ডের তারকা পল স্টার্লিং।
চলতি মরসুমে ব্যাট এবং বল হাতে আগুনে ছন্দে রয়েছেন নারিন। ১২টি ম্যাচে ২৫২ বল খেলে ৪৬১ রান করেছেন নারিন, স্ট্রাইক রেট ১৮২.৯৪। নারিন এবং সল্টের ব্যাটের উপর ভর করেই কেকেআরের ব্যাটিংয়ে পাওয়ারপ্লেতে আগুন ঝড় তুলছে কলকাতা। বল হাতে ৩১২ রান খরচ করে নিয়েছেন ১৫টি উইকেট, ইকোনমি ৬.৬৪।