TRENDING:

আত্মবিশ্বাসী নাইটরা, ঘরের মাঠে জিততে মরিয়া প্রীতির দল

Last Updated:

মঙ্গলের মোহালিতে নাইটদের সামনে কিংস ইলেভেন পঞ্জাব। টিকিট সমস্যায় রবিবারের বদলে সোমবার সকালে চণ্ডীগড়ে নাইটরা। অনুশীলন ছাড়াই ‘ম্যাক্স-মিলার’ বধে কেকেআর। গম্ভীরের ফর্মেই আত্মবিশ্বাসী নাইট শিবির। ঘরের মাঠে জিততে মরিয়া প্রীতির দল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মোহালি:  উপ্পল থেকে মোহালি। সানরাইজার্সের পর কিংস ইলেভেন। নবম আইপিএলের দ্বিতীয় অ্যাওয়ে ম্যাচ কলকাতা নাইট রাইডার্সের। ম্যাক্সওয়েল-মিলারদের বিরুদ্ধে অনুশীলন ছাড়াই নামতে হচ্ছে গম্ভীর বাহিনীকে।টিকিট সমস্যায় রবিবার নয়, সোমবার চণ্ডীগড় এসেছে গোটা দল। তাই অনুশীলনের সুযোগ ছিল না। তাতে অবশ্য চিন্তিত নয় কালিস শিবির। শেষ ম্যাচে গম্ভীরের ৯০ নট আউট। সেটাই অক্সিজেন জোগাচ্ছে গোটা দলকে।
advertisement

মোহালির পাটা পিচে উইনিং কম্বিনেশন ভাঙতে নারাজ কেকেআর শিবির। তবে নারিনের পারফরম্যান্সে দ্রুত উন্নতি দেখতে চাইছে টিম ম্যানেজমেন্ট। অন্যদিকে, ধোনির পুণেকে হারিয়ে ছন্দে ফিরতে চাইছে পঞ্জাব। প্রতিপক্ষ দু’নম্বরে থাকা কলকাতা। তাই এই ম্যাচে ম্যাক্স-মিলারের ভাবনায় গম্ভীর বধের ছক।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘা যাওয়ার পথে নেগুয়া গ্রাম! এখানেই রয়েছে বঙ্কিমচন্দ্রের রহস্যময় ইতিহাস, জানুন
আরও দেখুন
বাংলা খবর/ খবর/খেলা/
আত্মবিশ্বাসী নাইটরা, ঘরের মাঠে জিততে মরিয়া প্রীতির দল