তিন নম্বরে ব্যর্থ মনদীপ। অধিনায়ক রানা নিজেও জঘন্য আউট। মনে হয়েছিল আবার একটা লজ্জাজনক পরাজয় অপেক্ষা করছে বেগুনি জার্সিধারীদের জন্য। ঠিক সেই সময় রুখে দাঁড়ালেন রহমান উল্লাহ গুরবাজ। আফগানিস্তানের বছর
বাইশের ওপেনার বুঝিয়ে দিলেন তার মানসিকতা অন্য ধাতুতে গড়া। এত সহজে ভাঙার নয়। ক্রিকেটের নন্দনকানন দেখল এক তরুণ আফগান উইকেট রক্ষক ব্যাটসম্যানের চোয়াল চাপা লড়াই।
advertisement
আরও পড়ুন - Shardul Thakur: নাইটদের হয়ে আরও ধামাকা করবেন শার্দূল, ঠাকুরের কৃপায় পূর্ণ আস্থা কোচের
যেভাবে পাল্টা আক্রমণ চালালেন বিরাট কোহলির দলের বিপক্ষে তার প্রশংসা করতেই হয়। ৪৪ বলে ৫৭ রানের ইনিংসটা একটা বার্তা দিয়ে গেল। উচ্চতা হয়তো খুব বেশি নয়। কিন্তু ফাস্ট বোলারদের বিপক্ষে দুটো পায়ের ব্যালেন্স দেখার মত। গুরবাজকে দেখে প্রশংসায় ভরালেন সুনীল গাভাসকার থেকে সঞ্জয় মঞ্জরেকর। সবচেয়ে বড় কথা এই তরুণ আফগান ক্রিকেটার পাকিস্তান, বাংলাদেশ, আরব আমিরাত লিগে খেলে এসেছেন।
বয়স একদম কম তাই রিফ্লেক্স দুর্দান্ত। এটাই কাজে লাগাতে হবে কেকেআরকে। এদিকে ম্যাচ শেষে দলের মালিক শাহরুখ খানের সঙ্গে ছবি দিয়েছেন গুরবাজ। লিখেছেন শাহরুখ খানের সামনে পারফরম্যান্স তুলে ধরতে পেরে দারুণ লাগছে। মনে হচ্ছে স্বপ্ন সত্যি হয়েছে। শাহরুখ নাকি গুরবাজকে কথা দিয়েছেন এর পরের বার দেখা হলে তার সঙ্গে নাচবেন।
ছোটবেলার নায়ক এভাবে মোটিভেশন দিলে যে কেউ বাড়তি অক্সিজেন পায়। গুরবাজও এর পরের ম্যাচগুলোয় অনেক বেশি আত্মবিশ্বাস নিয়ে খেলবেন বোঝা যাচ্ছে। বাদশার দলের আসল পাঠান তিনি।
