TRENDING:

KKR News: ইডেনে এ কী হাল কেকেআরের, পরপর উইকেট হারাচ্ছে শ্রেয়সের দল, রইল ভিডিও

Last Updated:

KKR News: সল্ট ছাড়া সকলেই ‘আয়ারাম-গয়ারাম’

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: KKR vs SRH ম্যাচ- দীর্ঘদিনের চোট পর্ব শ্রেয়স আইয়ারের ফেরার ম্যাচ হিসেবে দেখা হচ্ছিল, আর কী ফিরলেন, কেকেআর বনাম সানরাইজার্স হায়দরাবাদ ২ বলে শূন্য করে প্যাভিলিয়নে ফিরে গেলেন৷ আর ইডেনে শুরুটাই হল একেবারে ধুঁকেধুঁকে৷
কেকেআরের চরম ব্যাটিং বিপর্যয় Photo- AP
কেকেআরের চরম ব্যাটিং বিপর্যয় Photo- AP
advertisement

বিভিন্ন ভাবনা চিন্তা চলছিল৷ টসে হারা কেকেআর ব্যাট করতে নামে সল্ট ও নারিন জুটি৷ সল্টের স্বচ্ছন্দ ব্যাটিং দেখে আশায় স্বপ্ন বুনছিল কেকেআর ফ্যানরা৷ কিন্তু সে সময় প্রথম ছন্দ কাটে যখন নারিন রানআউট হয়ে যান৷ এরপর থেকে হঠাৎ করেই পরপর তিনটি উইকেট পড়ে যায়৷

পরপর প্যাভিলিয়নে ফিরে যান ভেঙ্কটেশ আইয়ার, শ্রেয়স আইয়ার, নীতিশ রানা৷

advertisement

আরও পড়ুন – Rishabh Pant: ১৫ মাস বাদে ফিরলেন মাঠে, গোটা গ্যালারির গলায় পন্থের নাম, কিন্তু রূপকথা হল কই…

advertisement

কেকেআর ফ্যানরা নতুন মেন্টর ও পুরনো অধিনায়কের সমীকরণ দিয়ে নতুন মরশুম শুরু করতে চলেছে হোম গ্রাউন্ড থেকে৷ কারণ আইপিএল ইতিহাসের সবচেয়ে দামী দুটি প্লেয়ার থাকা দল নিজেদের দামীতম অস্ত্র মিচেল স্টার্ক এবং প্যাট কামিন্স ইডেনে অস্ত্রে শান দিচ্ছেন৷  ইডেন গার্ডেন্সে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্সের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে৷

advertisement

এদিন টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন সানরাইজার্স অধিনায়ক প্যাট কামিন্স ফলে ইডেনে প্রথমে ব্যাট করবে কেকেআর।

advertisement

আইয়ার, পিঠের চোটের কারণে গত বছর পুরো মরশুমে খেলতে পারেননি৷ নীতিশ কুমার গত মরশুমে দলকে নেতৃত্ব দিয়েছিলেন, এবার ফের শ্রেয়স আইয়ার কেকেআর-র নেতৃত্বে ফিরে এসেছেন৷  এবার কেকেআর দলের নিউক্লিয়াস অক্ষত রেখে কিছু কৌশলগত সংযোজন করেছে থিঙ্ক ট্যাঙ্ক৷

শ্রেয়স সম্প্রতি  রঞ্জি ট্রফি ফাইনালের জয়ে ৯৫ রানের ইনিংস খেলে  জ্বলে উঠেছেন৷ তবে তাঁর ফিটনেস উদ্বেগের কারণে তিনি পুরো টুর্নামেন্টের সমস্ত ম্যাচের জন্য খেলতে পারবেন কিনা তা নিয়ে উষ্মা রয়েছে৷

KKR-এর সবচেয়ে সফল নেতা গৌতম গম্ভীর তার দ্বিতীয় ইনিংসে মেন্টর হিসেবে ফিরেছেন। প্রধান কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের সঙ্গে তাঁর জুটি ক্যারিশমা করবে কিনা তা বড় প্রশ্ন৷  ঘরোয়া ক্রিকেটে তিনি একজন বুদ্ধিদীপ্ত  কৌশলী, এই দিয়ে ইডেনে প্রথম ম্যাচে জয়ের স্বপ্নে বুঁদ কেকেআর৷

কামিন্সের সঙ্গে SRH অধিনায়কত্বে আরেকটি পরিবর্তন এসেছে। ২০১৬-র আইপিএল  চ্যাম্পিয়নরা গত মরশুমটি  চরম খারাপ করেছিল৷ সেখানে তাঁরা দশম স্থান অর্জন করেছিল৷ এবার তাদের মনের আশা প্যাট কামিন্সের অধিনায়কের উপর৷ তিনি অস্ট্রেলিয়াকে দুটি বিশ্বকাপ জিতিয়েছিলেন৷

দেখে নিন প্লেয়িং ইলেভেন

ভেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer), পিল সল্ট  (Phil Salt), শ্রেয়স আইয়ার (Shreyas Iyer),  নীতিশ রানা  (Nitish Rana),  রিঙ্কু সিং  (Rinku Singh) ,   আন্দ্রে রাসেল (Andre Russell), রমনদীপ সিং (Ramandeep Singh),  সুনীল নারিন (Sunil Narine),   মিচেল স্টার্ক  (Mitchell Starc), হর্ষিত রানা (Harshit Rana),  বরুণ চক্রবর্তী (Varun Chakravarthy)

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

ইডেনের মাঠেও সানরাইজার্স বনাম নাইট লড়াইতে হায়দরাবাদও নিজেদের ব্লু প্রিন্ট অনুসারে দল সাজিয়েছে। দেখে নিন তাদের দল।

বাংলা খবর/ খবর/খেলা/
KKR News: ইডেনে এ কী হাল কেকেআরের, পরপর উইকেট হারাচ্ছে শ্রেয়সের দল, রইল ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল