লেজেন্ডস লিগে ইন্ডিয়া ক্যাপিটালসের হয়ে খেলছেন গৌতম গম্ভীর। শ্রীসন্থ খেলছেন গুজরাত জায়ান্টসের হয়ে। দুই দলের খেলা চলাকলীন শ্রীসন্থের বলে পরপর একটি ছয় ও একটি চার মারেন গম্ভীর। তৃতীয় বলে শ্রীসন্থ ডট করলে গম্ভীরের দিকে আক্রমণাত্মক দৃষ্টিতে তাকান শ্রীসন্থ। যা তাঁর স্বভাবজাত। এতেই চটে যান গম্ভীর। কদর্য ভাষায় আক্রমণ করেন বলে অভিযোগ করেছেন শ্রীসন্থ। কী বলেছেন গম্ভীর তাও খুব শীঘ্রই জানা যাবে বলে জানিয়েছেন শ্রীসন্থ।
advertisement
২২ গজের ঝামেলা আম্পায়ারদের হস্তক্ষেপে থামলেও ম্যাচ শেষ হতেই আরও একটি ভিডিও শেয়ার করেন শ্রীলন্থ। সেখানে নিজের লড়াইয়ের কথা বলার পাশাপাশি গম্ভীর যে ইনেক সিনিয় ক্রিকেটারদেরও সম্মান করেন না সেই অভিযোগও করেন। এদিনের ঝামেলায় তাঁর কোনও দোষ নেই বলেও জানান শ্রীসন্থ।
প্রসঙ্গত, নিজের ক্রিকেট কেরিয়ারেও একাধিকবার বিতর্কে জড়িয়েছেন গম্ভীর। তা সে ভারত-পাকিস্তান ম্যাচে শাহিদ আফ্রিদির সঙ্গে ঝামেলা হোক, আর আইপিএলে বিরাট কোহলির আরসিবির সঙ্গে ঝামেলা। তবে এবার শ্রীসন্থের সঙ্গে গম্ভীরের ঝামেলার জল কতদূর গড়ায় সেটাই দেখার।